রবিবার, ১৬ আগস্ট ২০১৫

ভারতীয় রাষ্ট্রপতি প্রনবমুখার্জীকে শেখ হাসিনার ফোন

Home Page » বিশ্ব » ভারতীয় রাষ্ট্রপতি প্রনবমুখার্জীকে শেখ হাসিনার ফোন
রবিবার, ১৬ আগস্ট ২০১৫



is.jpgভারতের রাষ্ট্র্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জীর গুরুতর অসুস্থতার খবর শুনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ্রা মুখার্জীর আশু রোগমুক্তির কামনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন তাঁর বোনে শেখ রেহেনা।প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম হেলাল জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফোন কলটি করেন প্রধানমন্ত্রী। এই সময় প্রায় ২০ মিনিট দুই বোন প্রণব মুখার্জির সাথে কথা বলেন ও তার স্ত্রী শুভ্রা মুখার্জির আশুরোগ মুক্তি কামনা করেন।

বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন। গত ৭ অগাস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জির অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ বলে নয়া দিল্লির আর্মি হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

প্রায় ২০ মিনিট ফোনালাপকালে শুভ্রা মুখার্জির শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ-খবর নেন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে আলাপকালে প্রণব মুখার্জি জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।

ইতোমধ্যেই বঙ্গবন্ধুর ‘অসামপ্ত আত্মজীবনী’ পড়েছেন বলে ভারতীয় রাষ্ট্রপতি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২:২৭:০০   ২৬০ বার পঠিত