শনিবার, ১৫ আগস্ট ২০১৫
পদ্মায় ধরা পড়ল ৪৫ কেজি বাঘাইড় মাছ
Home Page » এক্সক্লুসিভ » পদ্মায় ধরা পড়ল ৪৫ কেজি বাঘাইড় মাছবঙ্গনিউজ ডটকমঃ রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার দুপুরে মাছটি স্থানীয় বাজারে তোলা হলে সেটি একনজর দেখার জন্য উৎসুক মানুষেরা ভিড় জমান। প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোরের লালপুর উপজেলার রামকৃজ্ঞপুর গ্রামের ফজলুর রহমান (৫২) রায়টা ট্যাক এলাকার পদ্মায় ব্যাড় জাল দিয়ে মাছ শিকারে যান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার জালে ৪৫ কেজি ওজনের ওই বাঘাইড় মাছটি ধরা পড়ে। তারা আরও জানান, দুপুরে মাছটি আড়ানী পৌর বাজারে তোলা হলে সেটি একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। এ সময় মাছটির মালিক প্রতি কেজি ৭০০ টাকা দাম হাঁকান। মাছের মালিক জেলে ফজলুর রহমান জানান, এর আগেও তিনি ৫৭ কেজি ওজনের একটি বাঘাইড় পেয়েছিলেন। সে সময় তিনি সাড়ে ৫০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছিলেন। প্রায় ২৫ বছর ধরে তিনি পদ্মা নদীতে মাছ শিকার করে আসছেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৬ ২৯৯ বার পঠিত