শনিবার, ১৫ আগস্ট ২০১৫
ক্রিকেটারদের স্ত্রী পাশে না থাকলে ডিভোর্সের শঙ্কা
Home Page » ক্রিকেট » ক্রিকেটারদের স্ত্রী পাশে না থাকলে ডিভোর্সের শঙ্কাবঙ্গনিউজ ডটকমঃ ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া সিরিজ হারিয়েছে এ পুরোনো খবর। সিরিজ হারার পর অসিদের নিয়ে বিস্তর কাটাছেড়া হচ্ছে। নানা ধরনের সম্ভাব্য কারণ আবিষ্কার করা হচ্ছে। কেন এমন হলো অস্ট্রেলিয়ার। তার মধ্যে একটি খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীদের সঙ্গ।
হ্যাঁ, অ্যাশেজ সিরিজ হারের পেছনে অনেকে সফরকারীদের স্ত্রী-বান্ধবীর উপস্থিতিকে দুষছেন। সিরিজের মধ্যে সাংসারিক জীবনযাপন ক্রিকেটারদের মনোযোগে নাকি ব্যাঘাত ঘটাচ্ছে। তাই দেশের বাইরে সিরিজে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী-বান্ধবীদের সফরে যাওয়া নিষিদ্ধের দাবি তুলেছেন অনেকে। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচকমন্ডলীর প্রধান রডনি মার্শ চারিদিকে এমন কথায় বিরক্ত। এমনটা হলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ডিভোর্স অনেক বেড়ে যাবে বলে মনে করেন। আর ডিভোর্স বেড়ে গেলে খেলোয়াড়রা মাঠে মোটেও মন বসাতে পারবেন না।
অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ব্যাটসম্যান বলেন,‘বেশ, আপনারা তাহলে কী চান? আপনারা কি চান একের পর এক ডিভোর্স হোক? আপনারা কি চান খেলোয়াড়রা অসুখী থাকুক?ক্রিকেটের এই যুগে অনেক ব্যস্ততা। নিজের পরিবারকে এত দিন না দেখে ক্রিকেট খেলা সম্ভব নয়। এমনটা হলে ব্যক্তিগতভাবে আপনার মন ভাল থাকবে? প্রত্যেক খেলোয়াড় এটাই বলছে। আপনার সঙ্গেও যদি এতদিন ধরে আপনার পরিবার না থাকে, আপনি কি অসুখী হবেন না?’অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ টেস্ট ও ৯২ ওয়ানডে খেলা রড মার্শ নিজের জীবনের দৃষ্টান্ত টেনে বলেন, ‘আমার পাশে যদি আমার সুন্দরী স্ত্রী না থাকতো তাহলে সম্ভত ১০ টেস্ট খেলেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যেতো। আমি ক্রিকেটার হিসেবে যা করেছি তার অর্ধেক আমার স্ত্রীর অবদান।’ এসব অর্থহীন বিষয় নিয়ে কথা না বলে আসল সমস্যা চিহ্নিত করা উচিত বলে মনে করেন মার্শ। আর তাঁর মতে সে সমস্যা হলো, অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের রান না পাওয়া। বিশ্বের সেরা ব্যাটসম্যানরা যখন রান পায় না, এর কোনও ব্যাখ্যা থাকে না। নতুন করে তাদের ব্যাটিং শেখানোও যায় না। তবে মৌলিক একটা সূত্র বাতলে দিলে মার্শ। খেলোয়াড়দের ‘স্বার্থপর’ হতে বললেন তিনি। বলেন, ‘আমার কাছে ব্যাটসম্যানদের ‘স্বার্থপর’ হওয়ার মানে হলো, দলের বাকি ব্যাটসম্যানদের চেয়ে না থেকে নিজেই উইকেট আকড়ে রাখার মানসিকতা। এটাই টেস্ট ক্রিকেটের আসল কথা। আমাদের খেলোয়াড়দের আরও বেশি স্বার্থপর হতে হবে।’
বাংলাদেশ সময়: ১৭:১৯:৩৬ ৩০২ বার পঠিত