শুক্রবার, ১৪ আগস্ট ২০১৫
জনকণ্ঠের দশ হাজার টাকা জরিমানা
Home Page » ফিচার » জনকণ্ঠের দশ হাজার টাকা জরিমানাবঙ্গনিউজ ডটকমঃ আদালত অবমাননার দায়ে দৈনিক জনকণ্ঠের সম্পাদক-প্রকাশক ও মুদ্রাকর মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (এম এ খান মাসুদ) এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে দশ হাজার টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া আপিল বিভাগের কার্যক্রম চলা পর্যন্ত তাদেরকে আদালতকক্ষে থাকার সাজা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ছয় সদস্যের বৃহত্তর (লার্জার) আপিল বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত ২৯ জুলাই স্বপ্রনোদিত হয়ে জনকন্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আপিল বিভাগ।
‘পালাবার পথ কমে গেছে’ শিরোনামে ১৬ জুলাই জনকণ্ঠ পত্রিকায় উপ-সম্পাদকীয় প্রকাশিত হয়। যার লেখক ছিলেন স্বদেশ রায়।
ওই উপসম্পাদকীয় প্রকাশের ব্যাখ্যা চেয়ে ২৯ জুলাই সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও কলাম লেখক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত আবমাননার রুল জারি করেন সুপ্রিম কোর্টের আপিল।
৯ আগষ্ট রুল শুনানির প্রথম দিনে ৪ বিচারপতি থাকলেও দ্বিতীয় দিনে শুনানি হয় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৬ বিচারপতির বৃহত্তর বেঞ্চে।
বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৭ ২৬৭ বার পঠিত