শুক্রবার, ১৪ আগস্ট ২০১৫

অপমানিত হয়ে মাঠ ছাড়লেন গাজী

Home Page » ক্রিকেট » অপমানিত হয়ে মাঠ ছাড়লেন গাজী
শুক্রবার, ১৪ আগস্ট ২০১৫



152218.jpgবঙ্গনিউজ ডটকমঃ বোলিং একশনের জন্য দলের বাহিরে যেতে হয় সোহাগ গাজীকে । প্রায় ১০ মাস পর আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে দলে ফিরেছিলেন তিনি।

কিন্তু তাতে ভালো কিছু করতে পারেনি তিনি। এর পর জায়গা হয়নি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট কিংবা ‘প্লেয়ার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট ‘পনি’তেও।

কিন্তু তাতে ভেঙ্গে না পড়ে কোচ সারওয়ার ইমরানকে অনুরোধ করে বোলিং করছিলেন পনি’র নেটে। কিন্তু বিদেশী কোচদের নির্দেশে সেখান থেকে এক প্রকার বের করেই দেওয়া হয় সোহাগ গাজী ও আরেক স্পিনার এনামুল হক জুনিয়র কে।

অপমানিত হয়ে তারা একাডেমি মাঠ ছেড়েছেন কান্নাভেজা চোখে। হতভম্ব এনামুল সোহাগকে বলেন, ‘এটা কী হলো! জাতীয় দলে এত দিন খেললাম, তার এই পুরস্কার!’

সোহাগ বলেন, আমি কিংবা এনাম ভাই, রাজ ভাইদের মতো অনেকেই আছেন, যাঁদের হয়তো পনির মতো প্রোগ্রামে রাখলে আমরা উপকৃত হতাম।কিন্তু তবু যখন মনে হয়,আমাদের হাত থেকে বলটা কেড়ে নেওয়া হয়, তখন কষ্ট লাগে খুব।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৯   ২৯৫ বার পঠিত