রবিবার, ২৬ মে ২০১৩
কলেজ গেইট এলাকায় ২টি ককটেল বিস্ফোরণ
Home Page » প্রথমপাতা » কলেজ গেইট এলাকায় ২টি ককটেল বিস্ফোরণবঙ্গ-নিউজ ডটকমঃ আঠারো দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে রোববার রাজধানীর কলেজ গেইট এলাকার মিরপুর সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।সকাল ৬টা ১০মিনিটের দিকে কে বা কারা কলেজ গেইট এলাকায় এ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
দিনের শুরুতেই ফাঁকা রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে চালানো এই বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বিরোধী দলের কারান্তরীণ সকল নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সরকারের পদত্যাগের দাবি এবং সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এ হরতালের ডাক দেয়
বাংলাদেশ সময়: ৭:৫১:৪৭ ৪৬৫ বার পঠিত