বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০১৫

নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিমন্ত্রীর ভাতিজা গ্রেফতার

Home Page » জাতীয় » নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিমন্ত্রীর ভাতিজা গ্রেফতার
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০১৫



image_135321_0.jpgবঙ্গনিউজ ডটকমঃ ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা।বৃহস্পতিবার উত্তরা থেকে প্রতিমন্ত্রীর ভাতিজা সাদ আল নাহিনকে এবং মিরপুরের কালশী থেকে মাসুদ রানা নামে একজনকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম দুজনকে গ্রেফতারের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা মুনতাসিরুল জানান, গ্রেফতার হওয়া দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুল আলম সংবাদমাধ্যমকে বলেন, এই দুজন নিলয় হত্যাকাণ্ডে জড়িত কি না, এখনো নিশ্চিত নয়। তবে হত্যাকারীদের সম্পর্কে এদের কাছে তথ্য পাওয়া যেতে পারে। তিনি বলেন, “আমাদের কাছেও কিছু তথ্য রয়েছে, আমরা এদের জিজ্ঞাসাবাদ করে তা যাচাই-বাছাই করব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র নাহিনকে কয়েক দিন আগে পুলিশ তুলে নিয়েছিল বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। তবে পুলিশ তা স্বীকার করেনি।

নাহিন ব্লগার আসিফ মহীউদ্দীন হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হয়ে বছর খানেক কারাগারে থেকে জামিনে ছাড়া পান।

২০১৩ সালে উত্তরায় আসিফের ওপর হামলা হয়েছিল। তার মাস খানেক পর গণজাগরণ মঞ্চের আন্দোলনের মধ্যে মিরপুরের কালশীতে খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার।

এরপর এই বছরের ফেব্রুয়ারি থেকে হত্যাকাণ্ডের শিকার হন অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশ। সর্বশেষ গত ৭ আগস্ট নিজের বাড়িতে খুন হন ব্লগার নিলয়।

এসব হত্যাকাণ্ডে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করে আসছিলেন। সংগঠনটির প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী ব্লগার রাজীব হত্যাকাণ্ডে অভিযুক্ত।

প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে থাকে, আইন অনুযায়ী তার বিচার হোক, এটা আমার প্রত্যাশা।”

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৬   ২৬১ বার পঠিত