বুধবার, ১২ আগস্ট ২০১৫

সুস্থ হলেই দেশে ফিরবো : ফখরুল

Home Page » জাতীয় » সুস্থ হলেই দেশে ফিরবো : ফখরুল
বুধবার, ১২ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃসুস্থ্য হলেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে পৌছে বিমানবন্দরে তিনি একথা বলেন । স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, চিকিৎসার জন্য এসেছি আমেরিকায়। এখানে হসপিটালে ডাক্তার দেখাতে এসেছি। দেসবাসীর দোয়া চাই। তিনি বলেন, সুস্থ হয়ে দেশে ফিরে যেতে চাই এবং দেশবাসীর সাথে কাজ করতে চাই। এর আগে প্রবাসে অবস্থানকারি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি নিউইয়র্কের একটি আবাসিক হোটেলে যান। সেখানেও নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন। নিউইয়র্কের কাছেই কর্নেল হসপিটালে বৃহস্পতিবার থেকে তিনি চিকিৎসা নেবেন। স্ত্রী রাহাত আরা রয়েছেন তার সাথে । 

এরআগে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকে আক্রান্ত মির্জা ফখরুল চিকিৎসার জন্য গত ২৭ জুলাই বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যান। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার ক্যারোটিভ আর্টারির ব্লকের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর মঙ্গলবার রাত ১১টায় তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে সিঙ্গাপুর ত্যাগ করেন। 
বিএনপির নেতৃবৃন্দ জানান, ব্লক অপসারণে অস্ত্রোপচার খুবই জটিল একটি সার্জারি। এটা কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়ার বিশেষায়িত কয়েকটি হাপাতালেই হয়ে থাকে। এখানকার চিকিৎসকরা সিঙ্গাপুরে করা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করবেন। তবে এখানেও বেশ কয়েকটি পরীক্ষা করা হবে। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালে চিকিৎসা নিয়েছেন তিনি।
টানা ৬ মাস ১০ দিন কারাবন্দি থেকে গত ১৫ জুলাই জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। কারাবন্দি অবস্থায় তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটলে উচ্চ আদালত উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে জামিনে মুক্তির নির্দেশ দেন। আদালতের আদেশ হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে বন্দি ছিলেন তিনি। মুক্তি পাবার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যান মির্জা চিকিৎসা নেন । এরপর পরিবারের সদস্যদের সাথে ঈদ করতে নিজ বাসায় যান তিনি। হাসপাতাল এর প্রিজন সেল থেকে থেকে মুক্তি পেয়ে সেদিন ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের বলেছিলেন, আমি খুব অসুস্থ, হার্টে ব্লকসহ শারীরিক বিভিন্ন সমস্যা আছে। ছয় মাসে আমার ১২ কেজি ওজন কমেছে। মুক্তি পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। সেদিন তিনি বলেছিলেন, আমি আগে আমেরিকা ও সিঙ্গাপুরে ডাক্তার দেখাতাম। এখনো সেখানেই যাবো। আমার স্ত্রী সে দেশের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন।
এরআগে জাতীয় প্রেস ক্লাব থেকে ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে আটক করে পুলিশ। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৩৩   ৩০৫ বার পঠিত