বুধবার, ১২ আগস্ট ২০১৫
নাইজেরিয়ায় নারীর আত্মঘাতী হামলা : নিহত ৪৭
Home Page » বিশ্ব » নাইজেরিয়ায় নারীর আত্মঘাতী হামলা : নিহত ৪৭বঙ্গনিউজ ডটকমঃনাইজেরিয়ার বোর্নো রাজ্যে একটি পশুর হাটে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক লোক। নাইজেরিয়ার স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে। একই অঞ্চলে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি আত্মঘাতী হামলায় বড় ধরনের প্রাণহানি হয়েছে। নাইজেরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সাবোন গারি শহরে হামলার সঙ্গে বোকো হারাম জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও বোকো হারামের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। আফ্রিকার দেশগুলোর সমন্বয়ে গঠিত বহুজাতিক টাস্ক ফোর্স নাইজেরিয়ার বোর্নো রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ওই অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। কিন্তু এরই মধ্যে সেখানে আত্মঘাতী হামলায় আরো আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় জনগণ। এ দিকে সাবোন গারির একটি হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বোকো হারামের জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত বোর্নো রাজ্যে নাইজেরিয়ার সামরিক বাহিনীসহ আফ্রিকার পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনী স্থায়ীভাবে মোতায়েনের কথা থাকলেও তা এখনো করা হয়নি। -
বাংলাদেশ সময়: ১৭:৩৮:১২ ৩৭০ বার পঠিত