রবিবার, ২৬ মে ২০১৩
১৮ দলীয় জোটের হরতাল শুরু, জামায়াতের মিছিল
Home Page » জাতীয় » ১৮ দলীয় জোটের হরতাল শুরু, জামায়াতের মিছিলবঙ্গ-নিউজ ডটকমঃ আঠারো দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য শামসুজ্জামান দুদু এ হরতালের ঘোষণা দেন।বিরোধী দলের কারান্তরীণ সব নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবি এবং সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এ হরতাল পালন করবে।
হরতাল শুরু হওয়ার আগেই রাজধানীর আজিমপুরে মিছিল করেছে জামায়াত। রোববার ভোর সোয়া ৫টার দিকে তারা এই মিছিল করে।
মিছিলে ১২ থেকে ১৫ জন নেতা কর্মী অংশ নেয়। মিছিলটি আজিমপুর কবরস্থান গেইট থেকে বের হয়ে আজিমপুর বটতলা হয়ে ছাপড়া মসজিদের কাছে গিয়ে শেষ হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত না থাকায় তারা ছাপড়া মসজিদের কাছে বিক্ষোভ প্রর্দশন করে ও সরকার বিরোধী নান স্লোগান দেয়।
বাংলাদেশ সময়: ৬:৪৩:৩৬ ৪৮৩ বার পঠিত