বুধবার, ১২ আগস্ট ২০১৫
অফিসার সঙ্কটে ভারতীয় সেনাবাহিনী
Home Page » প্রথমপাতা » অফিসার সঙ্কটে ভারতীয় সেনাবাহিনীবঙ্গনিউজ ডটকমঃসময়ের আগেই অবসরে যাচ্ছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। গত তিন বছর ধরে, প্রতিদিনই গড়ে একজন করে সেনা কর্মকর্তা অবসরে যাচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি সংখ্যক সেনা কর্মকর্তা আগাম অবসরে যাওয়ার ঘটনা ঘটেছে। বলতে গেলে, এটি একটি নিয়মে পরিণত হয়ে যাচ্ছে। এ ব্যাপারে তদন্তের দাবী জানিয়েছেন হারিদোয়ারের বিজেপি এমপি রামেশ পখরিয়াল নিসাঙ্ক। তার লিখিত তদন্ত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করেন। সেনাবাহিনীর পদখালীর ব্যাপারে বিস্তারিত জানার জন্য নিসাঙ্ক আবেদন জানিয়েছেন। চলতি বছরের মার্চ মাসে রাজ্য সভায় এ ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। পারিকার জানান, আগাম অবসরের কারণে এখন সেনাবাহিনীতে ১১ হাজার কর্মকর্তার সঙ্কট রয়েছে। নিসাঙ্কের লিখিত আবেদনের ভিত্তিতে প্রতিরক্ষামন্ত্রী জানান, ২০১২ সালে ৫৬৪ জন কর্মকর্তা সময়ের আগেই অবসরে গেছেন। এর পরের বছর ২০১৩ সালে এর সংখ্যা ৪৪৮ জন। এবং চলতি বছরে আগাম অবসরে যাওয়া কর্মকর্তার সংখ্যা ৩১৯ জন। আর এখন পর্যন্ত আগামী বছর ৯৭ জন আগাম অবসরে যেতে বিবেচিত হয়েছেন। এর ফলে দেখা যাচ্ছে, গত তিন থেকে সাড়ে তিন বছর প্রতিদিনই গড়ে একজন করে অবসরে যাচ্ছেন। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে সেনাবাহিনী থেকে ৬৬৪ জন অবসরে গেছেন। এতো অধিক সংখ্যক কর্মকর্তার অবসরে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে কে খান্না বলেন, পদোন্নতি না হওয়ায় কর্মকর্তারা অসন্তুষ্ট। উপরের দিকে মাত্র কয়েকটি পদই খালী আছে এবং সেগুলো মেধার ভিত্তিতেই দেয়া হয়। এর ফলেই হয়ত তারা অবসরে যাচ্ছেন এবং অন্য কাজ করছেন। -
বাংলাদেশ সময়: ১৭:৩৫:০৯ ৩৪৯ বার পঠিত