বুধবার, ১২ আগস্ট ২০১৫
রাশিয়ার নতুন কোচ স্লাটিসকি
Home Page » খেলা » রাশিয়ার নতুন কোচ স্লাটিসকিবঙ্গনিউজ ডটকমঃসিএসকেএ মস্কোর কোচ লিওনিড স্লাটিসকিকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে সংক্ষিপ্ত চুক্তিতে নিয়োগ দিয়েছে রাশিয়া। বহিষ্কৃত কোচ ফ্যাবিও ক্যাপেলোর স্থলাভিষিক্ত হলেন স্লাটিসকি।
রাশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ইউরো ২০১৬ বাছাইপর্বের শেষ পর্যন্ত ৪৪ বছর বয়সী স্লাটিসকির সাথে চুক্তি করা হয়েছে। তবে একইসাথে তিনি সিএসকেএ মস্কোর কোচ হিসেবেও দায়িত্ব পালন করে যাবেন। ক্লাবের পক্ষ থেকেই তাকে দুই ভূমিকায় দায়িত্ব পালনের অনুমতি দেয়া হয়েছে। তবে ২০১৮ সালের ঘরের মাঠের বিশ্বকাপকে সামনে রেখে রাশিয়কে নতুন কোচের সন্ধানে থাকতে হচ্ছে।
২০১০ বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করা ক্যাপেলো ২০১২ সালের জুলাইতে রাশিয়ার কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ২০১৮ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও গত মাসে দলের বাজে পারফরমেন্সের কারণে তাকে বহিষ্কার করা হয়। তার নেতৃত্বে রাশিয়া ১২ বছর পরে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি রাশিয়া। তখন থেকেই ফর্মহীনতায় থাকা রাশিয়া আর ঘুড়ে দাঁড়াতে পারেনি। ইউরো বাছাইপর্বেও তাদের সেই ধারা অব্যাহত ছিল। যদিও ক্যাপেলোকে ছেড়ে দিতে রাশিয়াকে বেশ মোটা অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হয়েছে।
২০০৯ সালে সিএসকেএ’র দায়িত্ব গ্রহণের আগে স্লাটিসকি অলিম্পিয়া ভোগোগ্রাদ, উরালান এলিসটা, এফসি মস্কো এবং ক্রিলিয়া সোভেতোভ সামারার কোচ ছিলেন। তার অধীনে সিএসকেএ রাশিয়ান প্রিমিয়ার লীগ এবং রাশিয়ান কাপের শিরোপা দুইবার করে জিতেছে।
রাশিয়ান ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা অতীতে বেশ কয়েকবার বলেছি রাশিয়ান কোচের হাতেই জাতীয় দলের দায়িত্ব দেয়া উচিত। সিএসকেএ’র সাথে সাফল্যের সাথে কাজ করা স্লাটিসকির হাতে এই দায়িত্ব তুলে দিতে পেরে আমরা খুশি। আশা করছি ইউরো ২০১৬ বাছাইপর্বে সে আমাদের জন্য সাফল্য এনে দিতে পারবে।’
বর্তমানে বাছাইপর্বে গ্রুপ-জি’তে রাশিয়া ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর মস্কোতে বাঁচা মরার লড়াইয়ে তারা সুইডেনের মোকাবেলা করবে।
বাংলাদেশ সময়: ১:৪৫:৩৬ ৪১৫ বার পঠিত