বুধবার, ১২ আগস্ট ২০১৫

বিদ্রোহী আইসিসি গড়ার পরিকল্পনা মোদির

Home Page » ক্রিকেট » বিদ্রোহী আইসিসি গড়ার পরিকল্পনা মোদির
বুধবার, ১২ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিকল্প একটি সংস্থা গঠন করার পরিকল্পনা ছিল বলে শেষ পর্যন্ত স্বীকার করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। অলিম্পিক আন্দোলনের সঙ্গে একাত্ম হবার লক্ষ্যে তারা এমন পরিকল্পনা করেছিলেন বলেও জানান তিনি।

সাবেক আইপিএল চেয়ারম্যান মানিলন্ডরিংয়ের অভিযোগে বর্তমানে পুলিশের খাতায় ফেরারী আসামী। কয়েক বছর ধরেই তারা প্রণয়ন করেছিল এই পরিকল্পনা। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘আমরা আরেকটি ক্রিকেটীয় পদ্ধতির বিষয়ে আলাপ-আলোচনা করেছিলাম। যেটি হবে আমার আজ্ঞাবাহী একটি সংস্থা প্রতিষ্ঠার নীল নকশা।’
এই পরিকল্পনার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এই ঘটনাটি আমি প্রথমবারের মত জানাচ্ছি যে কয়েকজন মিলে করা এই নীল নকশার সঙ্গে আমি জড়িত ছিলাম।’
শুরুর দিকে নতুন একটি পরিচালনা কমিটি গঠনের বিষয়ে যখন জানানো হয়েছিল তখন অবশ্য মোদি সেখান থেকে দূরত্ব বজায় রেখেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘পরিকল্পনায় বিস্তারিত একটি কর্মসুচি প্রণয়ন করা হয়েছিল। এটি ছোটখাট কিছু করার পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এ জন্য বেশ কয়েক বছরের একটি বিস্তারিত রূপরেখা ছিল।’

ললিত মোদি
ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ভারতের কাছে যেন দীর্ঘ সময় ধরে এর নিয়ন্ত্রণ থাকে সে লক্ষ্যে সবাই সম্মতি দিয়েছিল। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে এটি বিকল্প একটি ধারা সৃষ্টি করতে পারবে। মোদি বলেন, ‘আমদের বর্তমান কাঠামো গড়ায় কোনো সমস্যা হতো না। এ জন্য দরকার ছিল কয়েক বিলিয়ন ডলার। আমি মনে করি না ওই অর্থ সংগ্রহে কোন বেগ পেতে হবে। নিলাম দিয়ে সেটি সংগ্রহ করা সম্ভব ছিল।’
২০১০ সালে আইপিএলের কমিশনারের পদ থেকে বরখাস্ত করা হয় ললিত মোদিকে। ২০১৩ সালে ক্রিকেটের সঙ্গে সব ধরনের কার্যকলাপে তার যোগ দেয়ার ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
গত সপ্তায় ভারতীয় আর্থিক গোয়ন্দা সংস্থার অনুরোধে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মুম্বাইয়ের একটি আদালত। মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংস্থাটি এই নির্দেশনা প্রদান করে।
তবে নিজের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মোদি। তার নীল নকশাটি ছিল অলিম্পিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে সংস্থাটির অনুমোদিত একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলা এবং আইসিসির টেস্ট ও টি-২০ ম্যাচের আদলে একটি পাল্টা সূচি প্রণয়ন করা।
তবে তিনি বলেন, ‘পরিকল্পনাটি ছিল টেস্ট ও টি-২০ ভার্সনকে ঘিরে। এটি ওয়ানডের ওপর কোনো প্রভাব ফেলতো না। আমার মতে এতে শুধু টেস্ট ও ওয়ানডে খেলা হতো। আমার মনে হয় অলিম্পিক থেকে যেভাবে ক্রমবর্ধমান হারে অংশগ্রহণের তাগিদ দেয়া হচ্ছে তাতে বিশ্বের সর্ববৃহৎ এই টুর্ণামেন্টে ক্রিকেটকে অধিভুক্ত করা উচিত। তবে আমি এটিও বলছি যে আইসিসি কখনো এতে রাজি হবে না। কখনো না। তার মানে তাদেরকে আইসিসি থেকে দূরে থাকতে হবে। আর এটিই ছিল আমাদের প্রধান পরিকল্পনা। আমি যদি কখনো আমার এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারি তাহলে ক্রীড়ার ইতিহাস নতুন করে লিপিবদ্ধ হবে।’

 

বাংলাদেশ সময়: ১:৪৪:৪১   ৩২৬ বার পঠিত