বুধবার, ১২ আগস্ট ২০১৫

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

Home Page » খেলা » শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ
বুধবার, ১২ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃস্বাগতিক বাংলাদেশের কাছেও পরাজিত হয়ে তৃতীয় সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশের কাছে ৪-০ গোলে পরাজিত হয় শ্রীলঙ্কা। জয়ের ফলে বাংলাদেশের সেমিফাইনালে উঠা নিশ্চিত হয়েছে। তবে, গ্রুপ পর্বে কে চ্যাম্পিয়ন? ভারত না বাংলাদেশ, তা নির্ধারিত হবে বৃহস্পতিবার ওই দুই দলের খেলার ফলাফলের ভিত্তিতে।
রোববার উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৫-০ গোলে পরাজিত শ্রীলংকা মঙ্গলবার টিকে থাকার লড়াইয়ে মাঠে নামে। কিন্তু, শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে তারা সুবিধা করতে পারেনি। পক্ষান্তরে, বাংলাদেশ শুরু থেকেই একের পর আক্রমণ চালাতে থাকে। ৪ মিনিটের মাথায় বাংলাদেশের সারওয়ার নিপু একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান । এর আক্রমণের পর আক্রমণ চালালে বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি হয়। কিন্ত আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতার কারণে প্রথমার্ধে আর কোন গোল পায়নি বাংলাদেশ। 
বিরতির পর ১০ নম্বর জার্সি পরিহিত আবেদিন রাকিবের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ৬০ মিনিটের মাথায় তিনি গোলটি করেন। ফলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সারোয়ার নিপুর আরেকটি শট গোলবারে লেগে ফিরে আসে। ৭৬ মিনিটের মাথায় কর্ণার কিক থেকে উড়ে আসা বলে হেড করে গোল করেন আতিক। ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৮৬ মিনিটের মাথায় স্বাগতিকরা চতুর্থ গোলের দেখা পায়। প্রথম গোলদাতা সারোয়ারের ব্যক্তিগত দ্বিতীয় গোলে ৪-০তে এগিয়ে থাকে বাংলাদেশের কিশোররা। মাঝমাঠ থেকে লম্বা পাসে বল পেয়ে লঙ্কান গোলরক্ষককে একা পেয়ে আলতো টোকায় বল জড়িয়ে দেন সারোয়ার। 
বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী আগেই জানিয়েছিলেন, ‘আসরে ম্যাচ বাই ম্যাচ ভাল করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের শক্তি ও রণকৌশল বিচার করে নিজেদের কৌশল ঠিক করবেন তারা।’ গোলাম জিলানী আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, শ্রীলংকার বিপক্ষে জয় দিয়েই ৬ জাতির এই আসরে শুভ সূচনা করবে স্বাগতিকরা। গতকাল তার সেই আশাবাদ বাস্তবে রূপলাভ করে। অন্যদিকে, প্রথম ম্যাচে ভারতের কাছে পর্যুদস্ত হলেও বাংলাদেশের বিপক্ষে ভাল করার মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছিলেন শ্রীলঙ্কার জাপান কোচ সুজুকি চিলকাসি। কিন্তু, বাস্তবে ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলংকার কিশোররা।
স্বাগতিক বাংলাদেশের খেলা থাকায় গতকাল সিলেট স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সেমিফাইনালে বাংলাদেশ দলের খেলার দিন আরো বেশি দর্শক মাঠে নামবেন এমন প্রত্যাশা আয়োজকদের। -

বাংলাদেশ সময়: ১:৪২:১৫   ২৬২ বার পঠিত