বুধবার, ১২ আগস্ট ২০১৫

ইরান সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

Home Page » বিশ্ব » ইরান সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বুধবার, ১২ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস আগামী দু মাসের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য তিনি এ সফরে আসবেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি মুক্তি আন্দোলন বা পিএলও’র সিনিয়র কর্মকর্তা আহমাদ মাজদালানি। তেহরান সফররত এ কর্মকর্তা ফিলিস্তিনের মা’ন বার্তা সংস্থাকে জানান, তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে মাহমুদ আব্বাসের ইরান সফর নিয়ে কথা বলেছেন। তবে, ইরান সরকারের পক্ষ থেকে এ খবর সম্পর্কে এখনো কোনো মন্তব্য করা হয় নি। মাহমুদ আব্বাস সর্বশেষ ২০১২ সালে ইরান সফর করেছিলেন। সে সময় তিনি জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তেহরান সফর করেন। মা’ন বার্তা সংস্থার খবর অনুসারে, গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও মাজদালানি রাজনৈতিক, বাণিজ্যিক এবং শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার জন্য উঁচু পর্যায়ের একটি যৌথ কমিটি গঠন করতে রাজি হয়েছেন। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার সাম্প্রতিক সমঝোতার কথা উল্লেখ করে মাজদালানি বলেন, এর মধ্যদিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের সুযোগ সৃষ্টি হয়েছে যার ফলে এ অঞ্চলকে পরমাণু অস্ত্র মুক্ত করা সম্ভব হবে। 

বাংলাদেশ সময়: ১:৩৯:১০   ৩১৯ বার পঠিত