বুধবার, ১২ আগস্ট ২০১৫
বেঙ্গালুরুর রাস্তায় অ্যানাকোন্ডা!
Home Page » এক্সক্লুসিভ » বেঙ্গালুরুর রাস্তায় অ্যানাকোন্ডা!বঙ্গনিউজ ডটকমঃবেঙ্গালুরুর রাস্তায় আস্ত একটা কুমিরের প্রতিমূর্তি বসিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এ বার অ্যানাকোন্ডার প্রতিমূর্তি বসিয়ে ফের সবাইকে চমকে দিয়েছেন শিল্পী বাদল নাঞ্জুনদাস্বামী।
এ বারও তার সেই শিল্পসত্তাকে ব্যবহার করে প্রতিবাদের রাস্তায় নেমেছেন এই তরুণ শিল্পী। তার প্রতিবাদ বেঙ্গালুরুর বেহাল সড়ক, নিকাশি এবং ট্রাফিক সিস্টেমের বিরুদ্ধে।
কুমিরের প্রতিমূর্তির মাধ্যমে বাদলের প্রতিবাদের ভাষা সোশ্যাল সাইটগুলোতে ভাইরাল হওয়া মাত্রই রাস্তা সংস্কারে উদ্যোগী হয় বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি)। তার শিল্পের হাতিয়ার যে কত শক্তিশালী তার প্রমাণ আগেই পেয়েছে বিবিএমপি। এ বারও তার প্রতিবাদে বিবিএমপি সাড়া দেয় কি না সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ সময়: ১:৩৪:২২ ৩৬৯ বার পঠিত