মঙ্গলবার, ১১ আগস্ট ২০১৫

ফেসবুকে লোল নয়, চলছে হাহা-হিহি

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ফেসবুকে লোল নয়, চলছে হাহা-হিহি
মঙ্গলবার, ১১ আগস্ট ২০১৫



lolবঙ্গনিউজ ডটকম: মানুষ ফেসবুকে এখন ‘এলওএল’ বা ‘লোল’ লেখার পরিবর্তে ইংরেজিতে লেখা ‘হাহা’, ‘হিহি’ বেশি ব্যবহার করছে। এলওএল অর্থ লাফ আউট লাউড যা উচ্চশব্দে হাসি বোঝাতে ব্যবহৃত হয়। ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি ইলেকট্রনিক লাফিং বা ই-লাফিং বিষয়ক গবেষণার ফল প্রকাশ করেছে। যাতে দেখা গেছে ‘এলওএল’র চেয়ে ‘হাহা’ ও ‘হিহি’-ই বেশি জনপ্রিয়। টেলিগ্রাফের অনলাইনে খবরে বলা হয়েছে, ফেসবুকের গবেষণার দেখা গেছে, ‘হাহা’ শব্দটি এখন উচ্চশব্দে হাসি বোঝাতে ব্যবহৃত হচ্ছে যা ইমোজির ব্যবহারের চেয়েও জনপ্রিয়। এখন ফেসবুক পোস্টে মন্তব্য হিসেবে ‘এলওএল’ শব্দটি মাত্র এক দশমিক নয় শতাংশ ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সেই তুলনায় ‘হাহা’ শব্দটি ব্যবহৃত হচ্ছে ৫১ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া ইমোটিকন বা ইমো ব্যবহার করছেন ৩৩ দশমিক ৭ শতাংশ। ‘হিহি’ শব্দটি ব্যবহৃত হচ্ছে ১৩ দশমিক ১ শতাংশ ক্ষেত্রে। এ গবেষণাটি শুধু ফেসবুক ব্যবহারকারীদের পোস্ট নিয়ে পরিচালনা করেছেন ফেসবুকের গবেষকেরা। এতে সরাসরি বার্তাকে গোনায় ধরা হয়নি। গবেষণায়, পুরুষ এবং নারীদের মধ্যেও এসব ‘ইমো’ কিংবা ‘ই-লাফিং’ ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেছে। বার্তা পাঠানো কিংবা ফেসবুক পোস্টের ক্ষেত্রে পুরুষেরা ‘হাহা’ কিংবা ‘হিহি’ বেশি ব্যবহার করেন যেখানে নারীরা এসব ক্ষেত্রে ইমো ব্যবহার করেন বেশি। এ ছাড়া স্থান ভেদেও ইমো কিংবা ই-লাফ ব্যবহারে ভিন্নতা দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৩:২৪:২৫   ৩৩৬ বার পঠিত