সোমবার, ১০ আগস্ট ২০১৫

উঠে গেল সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

Home Page » শিক্ষাঙ্গন » উঠে গেল সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
সোমবার, ১০ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ঘোষণা অনুযায়ী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেনি সরকার। গতকাল রোববার সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বেশ কয়েক বছর ধরে বোর্ডসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হলেও এবারের ফলাফলে তা ছিল অনুপস্থিত। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেনএখন থেকে আর কোনো পাবলিক পরীক্ষায়ই সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা হবে না। খবর বিডিনিউজের।

গত ৩০ মে এসএসসির ফল ঘোষণার সময় বোর্ডসেরা তালিকায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা ধরনের অনিয়ম শিক্ষামন্ত্রীর নজরে আনেন গণমাধ্যমকর্মীরা। এরপর সংবাদ সম্মেলনে বসে নাহিদ তাৎক্ষণিক ঘোষণা দেন, “আগামীতে আর কোনো পাবলিক পরীক্ষায় সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হবে না।”

নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হারশতকরা পাসের হারমোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হারপরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএএই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হত। এসব সূচকের ভিত্তিতে তালিকা প্রকাশ করা নিয়েও বিতর্ক ছিল। ওই সূচকে যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিত ওইসব প্রতিষ্ঠান সহজেই সেরার তালিকায় উঠে আসত বলে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২০:৫০:২০   ৩০১ বার পঠিত