সোমবার, ১০ আগস্ট ২০১৫
অবশেষে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের মামলা
Home Page » বিশ্ব » অবশেষে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের মামলাবঙ্গনিউজ ডটকমঃ ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে আনুষ্ঠানিকভাবে একটি মামলা দায়ের করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এতে অবৈধ বসতি স্থাপনাকারী ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লাভিত্তিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকি গতকাল (সোমবার) নেদারল্যান্ডের হেগে আইসিসি’র কৌঁসুলি ফাতুহ বেনসুদার কাছে মামলার নথিপত্র হস্তান্তর করেন। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের পাশে একটি গ্রামে গত শুক্রবার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের বোমা হামলায় বাড়িতে আগুন ধরে ১৮ মাসের একটি শিশু নিহত হওয়ার পর রিয়াদ মালিকি এ মামলা দায়ের করলেন। ঘটনার দিনই ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিলিকিকে আসিসিতে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন। ওই দিনের ঘটনায় শিশুটির মা-বাবা ও চার বছরের ভাই পুড়ে গেছে এবং হাসপাতালে তাদের অবস্থা গুরুতর বলে খবর বের হয়েছে।
বাংলাদেশ সময়: ৩:২০:৩৩ ৩০৫ বার পঠিত