সোমবার, ১০ আগস্ট ২০১৫
কাবুলে গাড়িবোমা হামলা : নিহত ৮, আহত ৪০০
Home Page » প্রথমপাতা » কাবুলে গাড়িবোমা হামলা : নিহত ৮, আহত ৪০০বঙ্গনিউজ ডটকমঃআফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ট্রাকবোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। এতে প্রায় ৪০০ লোক আহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও পুলিশ কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোরে কাবুলের একটি সেনাঘাঁটির কাছে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। বিস্ফোরণের পর কোনো পক্ষই দায় স্বীকার করেনি। তবে তালেবানের একজন মুখপাত্র বলেছেন, তাঁরা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। আর সরকারি কর্মকর্তারা বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে। কাবুলের পুলিশপ্রধান আবদুল রহমান রাহিমি জানান, এক সেনাঘাঁটির কাছে একটি ট্রাকবোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনার পর আটটি লাশ উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়। এতে বাড়ির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে অনেকে আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাবুলের কেন্দ্রস্থলে বোমাবোঝাই বড় ট্রাক বিস্ফোরণের ঘটনাটি অস্বাভাবিক। দিনের বেলায় শহরের রাস্তায় ট্রাক ও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রায় এক সপ্তাহ আগে নিরাপত্তায় বেষ্টিত এই শহরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ৩:১৭:০৮ ২৯৯ বার পঠিত