সোমবার, ১০ আগস্ট ২০১৫

চীনে টাইফুন সুডেলরের আঘাতে বিপর্যয়

Home Page » প্রথমপাতা » চীনে টাইফুন সুডেলরের আঘাতে বিপর্যয়
সোমবার, ১০ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃচীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় একটি শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যয় দেখা দিয়েছে। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেখানে বিদ্যুৎ ও পানির সঙ্কট দেখা দিয়েছে। ঝড়ের আগে অবশ্য দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে আনা হয়।

এছাড়া তাইওয়ানে ঝড়ের আঘাতের পর বিদ্যুতহীন হয়ে পড়েছে লাখ লাখ বাড়িঘর। শনিবার সকালে তাইওয়ানের ওপর দিয়ে টাইফুন সুডেলর চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত করে। রাজধানী তাইপেসহ অন্যান্য শহর লণ্ডভণ্ড করে টাইফুনটি এখন চীনের মূল ভূখণ্ডের দিকে ধেয়ে যাচ্ছে। এ পর্যন্ত তাইওয়ানে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঝড়ে তাইওয়ানের কয়েক লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং লাখ লাখ গাছপালা উপড়ে গেছে।
অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক স্থানে বন্যাও দেখা দিয়েছে। ঝড়ো বাতাস এবং বৃষ্টিতে বিপর্যয়ে পড়েছে অনেক মানুষ।

ঝড়টি চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানার পর সেখানকার অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব এলাকায় বিদ্যুৎ ও পানির চরম সঙ্কট দেখা দিয়েছে। ঝড়ের আগেই অন্তত এক লাখ ৬৩ হাজার মানুষকে আশ্রয় শিবিরে নেয়া হয়েছে।
যদিও ঝড়টি খানিকটা দুর্বল হয়ে পড়েছে, তবে আরো অন্তত কয়েক ঘণ্টা সেটির তাণ্ডব চলবে বলেই আশংকা করা হচ্ছে।
এদিকে ঝড়ের কারণে রেল ও বিমান চলাচল স্থগিত করায়, স্টেশনে আটকে পড়েছে কয়েক হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ৩:১৫:২৭   ২৯৩ বার পঠিত