সোমবার, ১০ আগস্ট ২০১৫

জেলে পড়াশোনা করেও শীর্ষ স্থান

Home Page » প্রথমপাতা » জেলে পড়াশোনা করেও শীর্ষ স্থান
সোমবার, ১০ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃজেলে বসেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে মিলল সেই অধ্যাবসায়ের স্বীকৃতি। ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (IGNOU) ট্যুরিজম স্টাডিজের ডিপ্লোমা কোর্সে শীর্ষ স্থান লাভ করলেন বারানসি সেন্ট্রাল জেলের কয়েদি অজিত কুমার সরোজ। পেয়েছেন স্বর্ণ পদকও।
বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ২৮তম কনভোকেশনে তার হাতে এই পদক তুলে দেয়া হয়।
এই বিশ্ববিদ্যালয় থেকেই হিউম্যান রাইটস, ডিজাস্টার ম্যানেজমেন্টের সার্টিফিকেট কোর্সে ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পর ডিপ্লোমা কোর্সে ভর্তি হন তিনি। এই বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক স্তরেরও পরীক্ষা দিয়েছেন অজিত।
২০১২ সালে খুনের দায়ে ১০ বছরের কারদণ্ড হয় অজিতের। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার হাতে এক প্রতিবেশী খুন হন।
জেল কর্মকর্তা সঞ্জিব ত্রিপাঠি বলেন, অজিতের সাফল্যে আমরা খুব খুশি। ওর কারণে জেলে পড়াশোনার পরিবেশ ভালো হয়েছে। - 

বাংলাদেশ সময়: ৩:১৪:৩৫   ২৫৬ বার পঠিত