রবিবার, ৯ আগস্ট ২০১৫
পড়শির এইচএসসির রেজাল্ট নিয়ে তোলপাড়
Home Page » এক্সক্লুসিভ » পড়শির এইচএসসির রেজাল্ট নিয়ে তোলপাড়
বঙ্গনিউজ ডটকমঃ জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শীর রেজাল্টে মন খারাপ তার মায়ের। মন ভালো নেই তার অসংখ্য ভক্তদের। এ নিয়ে ভক্তদের একেকজন একেক মন্তব্য করেছেন। এমটিনিউজ২৪ডটকমের একটি প্রতিবেদন নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু করে দিয়েছেন তারা।
ভক্তদের একজন হাবিবুর রহমান পারভেজ মন্তব্য করেছেন ঠিক এভাবে, পড়শি গায়িকা হিসেবে ভালো কিন্তু ছাত্রী…….।
আরেক ভক্ত নীরব পায়েল তার রেজাল্ট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, গানও যেরকম, রেজাল্টও সেরকম।
সুহি মণি নামের এক ভক্তের মনটা খুবই খারাপ। তিনি বলেছেন, খুব একটা ভালো হয়নি রেজাল্ট।
এদিকে পড়শির বছরটাই কেটেছে অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শোতে। সমানতালে চালিয়েছেন পড়াশোনাটাও। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কমার্স বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া পড়শির রেজাল্ট খুব একটা ভালো হয়নি।
সাবরিনা পড়শীর গ্রেড ৪.৬৭। এ রেজাল্টে তার মায়ের মন একটু খারাপ। মন খারাপ হলেও রাগ করেননি তিনি। তাকে বছরখানেক চুপচাপ থাকতে বলেছেন তিনি।
জানা গেছে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন পড়শি। সাংবাদিকতা বিষয়ে পড়ার ইচ্ছা তার। পড়শির ভাই সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন। ভাইয়ের পড়া দেখে এ বিষয়ে বেশ আগ্রহ জেগেছে তার।
সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করলেও পেশা হিসেবে নেবেন না তিনি। এমনটাই জানিয়েছেন পড়শি। সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা আর গান নিয়েই এগুতে চান তিনি।
বাংলাদেশ সময়: ২১:১৮:১৬ ৫০৬ বার পঠিত