রবিবার, ৯ আগস্ট ২০১৫

মতিঝিল আইডিয়ালে পরীক্ষার্থীদের কান্না

Home Page » শিক্ষাঙ্গন » মতিঝিল আইডিয়ালে পরীক্ষার্থীদের কান্না
রবিবার, ৯ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ এবারের এইচএসসি পরীক্ষায় ২৫ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় কান্নার রুল নেমে আসে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে।  রাজধানীর নামকরা এ কলেজে স্মরণকালের ফল বিপর্যয় মেনে নিতে পারছেন না অভিভাবকরা।  এ ব্যাপারে খতিয়ে দেখার কথা জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম খান।


মতিঝিল আইডিয়ালে এবার ১০৮৪ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।  এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬২৪ জন, বাণিজ্য বিভাগ থেকে ৩০৪ ও মানবিক বিভাগ থেকে ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।


প্রকাশিত ফল অনুযায়ী, ৬২৪ জন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর মধ্যে দু’জন অকৃতকার্য হয়েছে।  ১৫৬ জন মানবিক বিভাগের পরীক্ষার্থীর মধ্যে ২০ জন ও ৩০৪ জন বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অকৃতকার্য হয়েছে।


ফল প্রকাশের পর মতিঝিল আইডিয়াল কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম খান জানান, এবারের রেজাল্ট একটু খারাপ হয়েছে।  এমন খারাপ ফলাফল হওয়ায় খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২১:১৫:৩০   ৩৬৪ বার পঠিত