রবিবার, ৯ আগস্ট ২০১৫
এইচএসসির ফল প্রকাশ; পাসের হার ৬৯.৬৯ শতাংশ
Home Page » প্রথমপাতা » এইচএসসির ফল প্রকাশ; পাসের হার ৬৯.৬৯ শতাংশবঙ্গনিউজ ডটকমঃ এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাসের হার ৬৯ দশমিক ৬৯। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেছেন।
শিক্ষামন্ত্রী জানান, দশ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৬১ ৬১৪জন। এরমধ্যে পাস করেছে সাত লাখ ৩৪ হাজার ৮৭২ জন। জিপিএ-পাঁচ পেয়েছে ৪২হাজার ৮৯৪ জন। দশ বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আলাদাভাবে ফলাফল তুলে দেন। বেলা একটায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমেও ফলাফল জানা যাবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবছর পাসের হার ও জিপিএ-পাঁচ কম। এজন্য পরীক্ষার আগে দেশের রাজনৈতিক অস্থিরতাও নাশকতার ঘটনাকে দায়ী করেন শিক্ষামন্ত্রী।
বাংলাদেশ সময়: ১২:৫১:৫৬ ৩৭৫ বার পঠিত