রবিবার, ৯ আগস্ট ২০১৫
যাত্রীকে ট্যাক্সিতে না তোলায় ২০লক্ষ টাকা জরিমানা
Home Page » প্রথমপাতা » যাত্রীকে ট্যাক্সিতে না তোলায় ২০লক্ষ টাকা জরিমানাবঙ্গনিউজ ডটকম : কৃষ্ণাঙ্গ যাত্রীকে এড়িয়ে শ্বেতাঙ্গ যাত্রীকে ট্যাক্সিতে তোলায় বাংলাদেশী টাকায় প্রায় ২০লক্ষ টাকা জরিমানা গুনতে হল নিউ ইয়র্কের এক পাকিস্তানি ট্যাক্সিচালককে। নিউ ইয়র্ক সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ ল’ জাজ রেমন্ড ক্র্যামার ট্যাক্সিচালক বাকির রাজাকে সম্প্রতি এই সাজা শোনায় আদালত৷
জানা গিয়েছে, জরিমানার ১০ হাজার ডলার দিতে হবে বর্ণবৈষম্যের শিকার আফ্রিকান-আমেরিকান সিনথিয়া জর্দানকে। অবশিষ্ট ১৫ হাজার ডলার দিতে হবে হিউম্যান রাইটস কমিশনকে৷ এই কমিশনই বর্ণবৈষম্যের ঘটনাগুলোর মামলা পরিচালনা করে।
এর আগে ২০১৩ সালের ঘটনা৷ নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র ‘মেসি’ স্টোরের সামনে ট্যাক্সি ধরার জন্য দাঁড়িয়েছিলেন কুইন্সের বাসিন্দা সিনথিয়া ও তার ১৬ বছর বয়সী মেয়ে ব্রায়া৷ সিনথিয়া বাকির রাজা নামে ওই ব্যাক্তির ট্যাক্সিতে উঠতে যায়৷ সেই সময় বাকির জানান, তিনি এখন ডিউটিতে নেই।
অথচ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা দুই শ্বেতাঙ্গ যাত্রীকে গাড়িতে তোলেন বাকির৷ সিনথিয়া দ্রুত সেখানে গিয়ে তাকে আটকান এবং আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দেন৷ যদিও তার কোনও কথায় কান দেননি বাকির৷
সিনথিয়া আদালতে অভিযোগটি করলে বাকির নিজের দোষ স্বীকার করেন। বিচারক রেমন্ড তার রায়ে জানান, বাকির রাজা সিনথিয়া এবং তার মেয়েকে ট্যাক্সিতে ওঠাননি তাদের বর্ণের কারণে। এটি দণ্ডনীয় অপরাধ। সেইসঙ্গে ২৫ হাজার ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন তিনি৷
বাংলাদেশ সময়: ১:৪৮:০০ ৩০৭ বার পঠিত