শনিবার, ৮ আগস্ট ২০১৫
কাউকে ভালোবাসার কথা বলিনি
Home Page » মুক্তমত » কাউকে ভালোবাসার কথা বলিনি
বঙ্গনিউজ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমার আপুর দেবরের সঙ্গে আমার প্রেম হয়। কিন্তু আমরা কেউ কাউকে ভালোবাসার কথা বলিনি। তবে আমার বোনেরা জানত, আমি তাকে পছন্দ করি এবং এটা নিয়ে আমাকে খেপাত। তারপর আপুর বিয়ের পর ছেলেটি আমাকে দেখার জন্য বিয়েতে আসে। এরপর আমরা স্কাইপ এবং ফোনে কথা বলি। ছেলেটি এখন বিবিএ দ্বিতীয় বর্ষে পড়ে। সম্পর্কের কারণে ওর মা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিতে বলেছে। কিন্তু তারপরও আমরা পাঁচ-ছয় দিন কথা বলেছি এবং ছেলেটি আমাকে এসব ব্যাপার নিয়ে চিন্তা করতে না করছে। সে বলছে যে, সব ঠিক হয়ে যাবে। সে আমার সঙ্গে মাঝেমধ্যে এমন ভাব করে মনে হয় আমি তাকে একাই পছন্দ করি, সে করে না। তবে আমি অসুস্থ হলে সে আমার খুব যত্ন নেয়। আমার খামখেয়ালিপনার জন্য বকাবকিও করে। আমি বুঝতে পারছি না, আমি কী করব—ওর সঙ্গে কথা বলব, না বলব না? আমার বয়স ১৪ বছর।
নাম প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ
তুমি আর তোমার বোনের দেবেরর বয়সের ব্যবধান আছে। তোমার বয়ঃসন্ধি শুরু হয়েছে মাত্র দুই-তিন বছর আগে আর ছেলেটি এখন প্রাপ্তবয়স্ক। তোমার আর ওর জীবনধারাও একেবারে আলাদা। জীবন সম্পর্কে, মানুষের আচার-আচরণ সম্পর্কে ছেলেটির অভিজ্ঞতাও অনেক বেশি।
তোমার পরিচিত মানুষের গণ্ডি এখনো ছোট। ওকে কিন্তু তুমি এখনো ভালোভাবে জানার সুযোগ পাওনি। ওকে যদি তুমি ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করে কথা বলতে থােকা, আর সে যদি তোমাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে তাহলে তোমারই পরে অনেক কষ্ট হবে। তোমাদের দুজনের ফোনে এবং স্কাইপে কথা বলার মধ্য দিয়ে কী ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে তা ভেবে দেখা দরকার। তুমি নিজেই ভালো করে ভেবে বের করতে চেষ্টা কেরা সম্পর্কটির নাম কী দেওয়া যায়, কেমন?
আজকাল অনেক ধরনের সাইবার অপরাধ সংঘটিত হচ্ছে। তোমার বয়সের অনেক মেয়েই বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে স্কাইপে নিয়মিত যোগাযোগ করে নিজেদের বিপদ ডেকে আনছে। অপ্রাপ্ত বয়সের শিশুদের নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার সম্পর্কে অভিভাবকদেরও সচেতনতা প্রয়োজন। আমি আশা করব, তুমি এই মানুেষর কাছে শেষ পর্যন্ত যেন কষ্ট না পাও সেই বিষয়ে সতর্ক থাকবে। খুব ভালো হয় তুমি যদি এই বিষয়টি নিয়ে তোমার আপুর সঙ্গে কথা বলো। সে কিন্তু এখনো নতুন একটি পরিবেশে সদ্য তৈরি হওয়া আত্মীয়দের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে।
এই সময়ে তোমার এই সম্পর্কটি তার বিবাহিত জীবনে কোনো সমস্যা তৈরি করবে কি না, এটি নিয়েও আপুর সঙ্গে আলোচনা করো। সে রাগ করলেও হয়তো তোমাকে একটি সঠিক দিকনির্দেশনা দিতে পারবে।
বাংলাদেশ সময়: ১২:১৪:২৩ ৩৬১ বার পঠিত
Head of Program: Dr. Bongoshia
News Room: +8801996534724, Email: [email protected] , [email protected]