শনিবার, ৮ আগস্ট ২০১৫

ইয়েমেনে ফরাসি জিম্মি ইসাবেল প্রাইমের মুক্তি

Home Page » প্রথমপাতা » ইয়েমেনে ফরাসি জিম্মি ইসাবেল প্রাইমের মুক্তি
শনিবার, ৮ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ ফরাসি নারী ইসাবেল প্রাইমকে মুক্তি দেয়া হয়েছে। তিনি আগামী কয়েক ঘন্টার মধ্যে দেশে ফিরে যাবেন। গত ২৪ ফেব্রুয়ারি সংঘাতপূর্ণ ইয়েমেন থেকে তাকে অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে ফরাসি প্রেসিডেন্টের দফতর থেকে একথা বলা হয়।

প্রেসিডেন্টের দফতরের ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দেশের নাগরিক ইসাবেল প্রাইমকে রাতে মুক্তি দেয়া হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, তিনি বর্তমানে ফরাসি নিরাপত্তা হেফাজতে রয়েছেন। তবে তিনি কখন দেশে ফিরবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এখন পর্যন্ত অপহরণকারীদের পরিচয় নিশ্চিত করা হয়নি।
৩০ বছর বয়সী ফরাসি এ নারীকে তার দোভাষী শেরিন মাক্কাউর সঙ্গে অপহরণ করা হয়। এ সময় তারা কাজ করতে রাজধানী সানার যাচ্ছিলেন। অপহৃত ইয়েমেনি নাগরিক মাক্কাউকে গত মার্চ মাসে ছেড়ে দেয়া হয়। ফরাসি ওই নারী বিশ্ব ব্যাংক অর্র্থায়নে পরিচালিত একটি প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করেন। 
বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের আন্তরিক প্রচেষ্টার কারণেই তাকে মুক্ত করা সম্ভব হয়েছে। প্রেসিডেন্সি ওমানের সুলতান কাবুস বিন সাইদসহ এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়।

 

বাংলাদেশ সময়: ০:৩১:২৯   ৩২২ বার পঠিত