শনিবার, ৮ আগস্ট ২০১৫
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল
Home Page » প্রথমপাতা » ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিলবঙ্গনিউজ ডটকমঃ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে গতকাল বাদ আসর নিউ ইস্কাটনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ড্যাব মহাসচিব অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব সহসভাপতি ডা: মো: আব্দুস সালাম, ডা: শহীদুল আলম, কোষাধ্য অধ্যাপক ডা: মোস্তাক রহিম স্বপনসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এতে উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে ড্যাবের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: এম এ হাদীর রূহের মাগফিরাত কামনাসহ ড্যাব প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের সবার রূহের মাগফিরাত কামনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও মুনাজাত করা হয়।
চরম প্রতিকূল পরিস্থিতিতে ড্যাবের চিকিৎসকেরা যেন অতীতের ন্যায় দৃঢ় মনোবলের সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারেন সেজন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়। একই সাথে দেশবাসীর সুস্বাস্থ্য কামনা ও তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সে জন্য প্রার্থনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় সহায়তা করতে মহান আল্লাহতায়ালার সাহায্য চাওয়া হয়। সর্বোপরি দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের সরকার প্রতিষ্ঠাসহ দেশের কল্যাণ ও সমৃদ্ধির জন্য মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।
বাংলাদেশ সময়: ০:২৯:০১ ২৬৩ বার পঠিত