শনিবার, ৮ আগস্ট ২০১৫
অ্যাসেনাট এর জন্ম হলো বিশ্ব বানিজ্য কেন্দ্রে
Home Page » বিশ্ব » অ্যাসেনাট এর জন্ম হলো বিশ্ব বানিজ্য কেন্দ্রেবঙ্গনিউজ ডটকমঃ নিউইয়র্কে বিশ্ব বানিজ্য কেন্দ্রের ট্রেন স্টেশনে জন্ম নিলো শিশু অ্যাসেনাট। মঙ্গলবার এক নারী এ সুস্থ কন্যাশিশুর জন্ম দিয়েছেন। ৯ / ১১-এর সন্ত্রাসী হামলার পর এ বানিজ্য কেন্দ্র এলাকায় প্রথম কোনো শিশুর জন্ম হলো। নিউইয়র্ক এর কুইন্সের ওই নারী স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে শিশুটির জন্ম দেন। তাকে সহযোগিতা করে পোর্ট অথরিটি পুলিশ। ছয় পাউন্ড ওজন নিয়ে জন্ম নেওয়া মেয়ে শিশুটির নাম রাখা হয়েছে অ্যাসেনাট।
পোর্ট অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী তার প্রসববেদনার অনুভবের কথা জানালে অথরিটি পুলিশ তাতে সাড়া দেয়। সন্তান প্রসবের জন্য কর্মকর্তারা তাৎক্ষনিকভাবে এলাকাটিকে প্রস্তুত করেন। কয়েক মিনিটের মধ্যে জরুরি চিকিৎসাসেবা হাজির হয়। পরে ওই নারী একটি কন্যাশিশু জন্ম দেন। ঘটনার সময় ওই জন্মদাত্রী মহিলার সাথে তারস্বামী ও দুই বছর বয়সী এক ছেলে সন্তান ছিল। সন্তান প্রসবের পর মা ও নবজাতককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পোর্ট কর্তৃপক্ষ।
পোর্ট অথরিটির মুখপাত্র জো পেনটানগেলো জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় পর সেখানে এ প্রথম কোনো শিশু জন্ম নিল।
uf
বাংলাদেশ সময়: ০:২৭:৩৫ ২৫৪ বার পঠিত