শনিবার, ৮ আগস্ট ২০১৫
খোল খোল দ্বার…
Home Page » বিবিধ » খোল খোল দ্বার…বঙ্গনিউজ ডটকমঃ খোল খোল দ্বার রাখিওনা আর/ বাহিরে আমায় দাঁড়ায়ে…। গানটির মতো আমরা বেশিরভাগ সময় মনের বাইরেই দাড়িয়েঁই থাকি। মনের ভিতরে ঠিক কী চলে, তা কখনো কখনো আমরা বুঝতে পারি না। এমন অনেক কিছুই করি যার কোনো ব্যাখ্যা দিতে পারি না। পরে সব দোষ চাপাই মনের ওপর- মন চেয়েছে তাই করেছি। কিন্তু আসলেই কী তা-ই! শুধু নিজের বেলাই নয়, অন্যের বেলাও এমনটা আরো বেশি হয়। কোন মানুষের প্রকৃতি ঠিক কেমন… তা বুঝতে বেশ খানিকটা সময় লেগে যায়… কারো কারো ক্ষেত্রে তো আবার সারা জীবনেও চরিত্র বুঝে ওঠা সম্ভব হয় না। কিন্তু জানেন কি, মনোবিদ্যায় এমন কিছু পার্সোনালিটি টেস্ট আছে, যা থেকে পাওয়া যায় আপনার মন এবং মেজাজের হদিশ। তেমনই একটি পার্সোনালিটি টেস্ট রইল আপনাদের জন্যে। না, কোনো কঠিন প্রশ্নোত্তর পর্ব নেই। ছবিতে দেয়া এই ১০টি দরজার মধ্যে থেকে বেছে নিন পছন্দের যেকোনো দরজা। আর তার পর নিচে দেয়া ব্যাখ্যার সাথে মিলিয়ে দেখে নিন আপনার চরিত্রের সোথে কতটা মেলে এই ব্যাখ্যা?
বাংলাদেশ সময়: ০:২৩:৫৭ ২৫৩ বার পঠিত