শুক্রবার, ৭ আগস্ট ২০১৫

বিশ্বের সেরা ১০ কিপারের প্রকাশিত তালিকায় মুশফিক

Home Page » ক্রিকেট » বিশ্বের সেরা ১০ কিপারের প্রকাশিত তালিকায় মুশফিক
শুক্রবার, ৭ আগস্ট ২০১৫



front-_M126000বঙ্গনিউজ ডটকমঃ ফিল্ডিংয়ের মূল দায়িত্বটা পালন করেন উইকেটকিপার। সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার কে এটা অনেকের জানা থাকলেও এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অন্যদিকে টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিমের অবস্থান হয়তো জানা নেই অনেকেরই। এসব বিষয় অবহিত করার জন্যই এবারের প্রতিবেদন।

এই তালিকায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার রয়েছে অন্যরকম চমক। সেরা দশে পাকিস্তানের দুই জন উইকেটকিপার রয়েছেন অন্য দিকে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজেরও। তবে পরিতাপের বিষয় হলো সেরা দশ জন উইকেটকিপারের তালিকায় নেই বাংলাদেশের কোনো উইকেটকিপার। এ সমীক্ষণে বাংলাদেশের উইকেটকিপার মুশফিক রয়েছেন ১৮ নম্বরে। নাম্বার ওয়ানে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তার পরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। সেরা তিনে সাউথ আফ্রিকার মার্ক বাউচার। সেরা চারে ভারতের মাহেন্দ্র সিং ধোনি। পাঁচ নম্বরে রয়েছেন পাকিস্তানের মঈন খান। ছয় নম্বরের নিউজিল্যান্ডের ব্রান্ডন ম্যাককালাম। সাতে অস্ট্রেলিয়া ইয়ান হেলি। আটে রয়েছেন পাকিস্তানের রশিদ লতিফ। শ্রীলঙ্কার রমেশ রয়েছেন নয় নম্বরে। দশ নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পিটার জেরেফি। সেরা দশে দুই জন করে উইকেটকিপার রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। মুশফিকুর রহিম আরো কিপিং চালিয়ে যেতে পারলে তিনি হয়তো আরো উপরে উঠে আসার সুযোগ পাবেন। এর আগে খালেদ মাসুদ বিশ্বমানের কিপার হয়ে উঠলেও হঠাৎ ক্রিকেট থেকে দূরে চলে যাওয়ায় কিপিংয়ে দেশের হয়ে অনন্য গৌরবের সামনে থাকলেও হতাশ হতে হয়েছে টাইগারভক্তদের।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৪৭   ৩৪৩ বার পঠিত