শুক্রবার, ৭ আগস্ট ২০১৫
মুশফিককে পেয়ে শিশুদের হাসি
Home Page » ক্রিকেট » মুশফিককে পেয়ে শিশুদের হাসিবঙ্গনিউজ ডটকমঃ ক্রিকেট মাঠের পারফরম্যান্সে গোটা দেশকে অনেকবার আনন্দে ভাসিয়েছেন মুশফিকুর রহিম; এনে দিয়েছেন উৎসবের উপলক্ষ। এবার অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটালেন তিনি। বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে প্রায় ৬০০ শিশুর মাঝে খেলনা বিতরণ করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
দুস্থ শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ‘টয়স অর ইয়োরস’ নামের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাবেক ক্যাডেটদের সংগঠন ‘এক্স ক্যাডেটস ফোরাম’ (ইসিএফ)। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে খেলনা সংগ্রহ করা হয়। এরপর খেলনাগুলো প্রয়োজন অনুয়ায়ী সংস্কার করে বয়স ও জেন্ডার ভাগ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়। ইতিমধ্যেই ঢাকার অনেক স্কুল ও প্রতিষ্ঠান এই উদ্যোগের সঙ্গী হয়েছে। এবার সামিল হলেন বাংলাদেশের অধিনায়কও।
এমন একটা উদ্যোগের অংশ হতে পেরে মুশফিক ছিলেন অভিভূত।
“অসুস্থ শিশুদের হাতে খেলনা দেওয়ার পর তাদের চোখেমুখে যে হাসি আমি দেখতে পেলাম, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এক্স ক্যাডেটস ফোরামকে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার ও মহৎ উদ্যোগের জন্য।”
ইসিএফের সামাজিক দায়িত্ব দলের প্রধান ফিদা হক বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সাবেক ক্যাডেটরা এই উদ্যোগ নিয়েছি। মুশফিকুর রহিমের মতো একজনকে পাশে পাওয়া আমাদের আরও অনুপ্রাণিত করেছে। শিশুরাও মুশফিককে কাছে পেয়ে উচ্ছ্বসিত।”
বাংলাদেশ সময়: ১১:১১:০০ ২৪১ বার পঠিত