বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০১৫

সেরা বস

Home Page » প্রথমপাতা » সেরা বস
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃঅনেক কর্মচারীর কাছে বস মানেই একরাশ বিরক্তিকর একজন ব্যক্তি। অনেকটা কার্টুন চরিত্রের টম অ্যান্ড জেরি সম্পর্কের মতো। ভালোবাসা ও ঘৃণার মিশেল। বস সবার প্রিয় হয় না। কিন্তু সব কিছুরই বিপরীত উদাহরণও রয়েছে। তারই নজির নেভজেত আইদিন। তুর্কমেনিস্তানের একটি সংস্থার এই সিইও সেই বিরল বসদের একজন, যিনি সংস্থার সাফল্যে প্রত্যেক কর্মচারীকে দেড় লাখ পাউন্ড করে বোনাস দিলেন। তুর্কমেনিস্তানের জনপ্রিয় ফুডচেন ইয়েমেকসেপেতির সিইও নেভজেত আইদিনকেই এখন বর্তমানে বিশ্বের সেরা বস বলা হচ্ছে। সম্প্রতি নেভজেতের সংস্থা জার্মানির একটি নামকরা কোম্পানি অধিগ্রহণ করেছে। এই বহু কোটি টাকার চুক্তিতে সাফল্য পাওয়ার আনন্দেই কর্মচারীদের মোটা অঙ্কের বোনাস দেয়ার কথা ঘোষণা করেন ইয়েমেকসেপেতি। কিন্তু বোনাসের অঙ্ক যে এতোটা হবে, স্বপ্নেও ভাবতে পারেননি কর্মচারীরা। হঠাৎই প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে দেড় লাখ পাউন্ড ঢোকে। তারপরই সিইও ঘোষণা করেন, এটাই আপনাদের বোনাস। যদিও এতো বোনাস দেয়ার জন্য কর্মীদের কৃতিত্বকেই প্রাধান্য দিচ্ছেন নেভজেত। কর্মচারীদের কাছে তিনি এখন সবচেয়ে প্রিয় বস। নেভজেতের কথায়, ‘আমরা যা সাফল্য পেয়েছি, সবাই মিলে একসাথে কাজ করে পেয়েছি। এটা একটা টিমওয়ার্ক। কোনো সংগঠনে কারো একার কৃতিত্বে সাফল্য আসে না।’ 

বাংলাদেশ সময়: ১:৪৭:২৭   ২১৯ বার পঠিত