বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০১৫
গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি : সোনিয়া
Home Page » বিশ্ব » গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি : সোনিয়াবঙ্গনিউজ ডটকমঃভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, ‘গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি।’ পার্লামেন্ট থেকে কংগ্রেসের ২৫ সাংসদকে বহিষ্কারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে এ কথা বলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করে কংগ্রেস ও সমমনা কয়েকটি দল। এতে অংশ নেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ কংগ্রেসের প্রায় ৫০ জ্যেষ্ঠ নেতা। কংগ্রেসের বিক্ষোভে সংহতি প্রকাশ কনের মুলায়ম সিং যাদব, মায়াবতী, আহমেদ প্যাটেলসহ আঞ্চলিক দলগুলোর বেশ কয়েকজন নেতা। এ দিকে শুধু পার্লামেন্টের বাইরেই নয়, ভেতরেও বিক্ষোভ করেছেন কংগ্রেসের সাংসদরা। গত লোকসভা নির্বাচনে মাত্র ৪৪টি আসন পায় কংগ্রেস। যার মধ্যে ২৫ জনকে সোমবার বহিষ্কার করেন পার্লামেন্টের স্পিকার। বিক্ষোভে সংক্ষিপ্ত বক্তব্যে রাহুল গান্ধী বলেন, ‘আমাদের পার্লামেন্টের বাইরে ছুড়ে দিতে দেওয়া হোক তাদের। আমরা জাতির জন্য লড়ে যাব।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অর্থ আত্মসাতের কেলেঙ্কারীর মামলায় ফেরারি লোলিত মোদিকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও শিবরাজ সিং চৌহানের সাহায্য করার তথ্য ফাঁস হওয়ার পর কংগ্রেস প্রতিবাদ ও বিক্ষোভ করছে। পার্লামেন্টে কংগ্রেস দাবি করেছে, এই তিনজনের পদত্যাগ ছাড়া তারা কোনো আলোচনায় যাবে না, পার্লামেন্টও অকোজো করে রাখা হবে। -
বাংলাদেশ সময়: ১:৪৬:০৩ ১৯৮ বার পঠিত