বুধবার, ৫ আগস্ট ২০১৫

ওমরা ভিসা পুনরায় চালুর আশ্বাস

Home Page » প্রথমপাতা » ওমরা ভিসা পুনরায় চালুর আশ্বাস
বুধবার, ৫ আগস্ট ২০১৫



visa.jpgবঙ্গনিউজ ডটকমঃআগামী হজ মৌসুমের পর বাংলাদেশীদের জন্য ওমরা ভিসা পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নাইজার বিন ওবায়েদ মাদানী। তিনি জানান, আগামী হজের মৌসুমের পর বাংলাদেশীদের জন্য ওমরা ভিসা ইস্যু শুরু হবে। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে জেদ্দায় এক বৈঠকে নাইজার মাদানী এই আশ্বাস দেন।

ওমরাহ ভিসার অপব্যবহারের অভিযোগ ওঠার পর সৌদি আরব গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের লোকজনকে ওমরাহ ভিসা দেওয়া বন্ধ রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের লোকজনের জন্য ইকামা (বৈধ অবস্থানের স্বীকৃতি) পরিবর্তন পুনরায় চালু করা ও পেশা পরিবর্তনের সুযোগ করে দেওয়ায় শাহরিয়ার আলম সৌদি সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশের হজযাত্রীদের জন্য ওমরাহ ভিসা দেওয়ার জন্য তিনি সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

এ সময় নিজার বিন ওবায়েদ মাদানি জানান, গৃহকর্মী হিসেবে বাংলাদেশের নারীদের সৌদি আরবে নিয়োগের প্রক্রিয়া এর মধ্যেই শুরু হয়েছে এবং অন্যান্য শিল্পে বাংলাদেশের শ্রমিক নিয়োগ ধাপে ধাপে শুরু হবে। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের হজ মৌসুম শেষে বাংলাদেশের লোকজনকে ওমরাহ ভিসা দেওয়া শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা আরও বলা হয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেন।

 

বাংলাদেশ সময়: ২:৫২:০২   ৩২৭ বার পঠিত