বুধবার, ৫ আগস্ট ২০১৫
মূল্যস্ফীতির জন্য ঈদকে দুষলেন মন্ত্রী
Home Page » জাতীয় » মূল্যস্ফীতির জন্য ঈদকে দুষলেন মন্ত্রীবঙ্গনিউজ ডটকমঃঅর্থবছরের শুরুতে জুলাইতে দেশে মূল্যস্ফীতি আবারো বাড়লো। সার্বিক মুল্যস্ফীতির হার ৬ দশমিক ৩৬ শতাংশ। যা জুনে ছিল ৬.২৫ শতাংশ। আর এই বৃদ্ধির জন্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঈদুল ফিতরকে দুষলেন। আজ সকালে পরিকল্পনামন্ত্রী এক ব্রিফিংয়ে আরো জানান, খাদ্য বহির্ভুত খাতে বেড়ে দাড়িয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ। তবে খাদ্য খাতে কমে ৬ দশমিক ০৭ শতাংশ হয়েছে। গ্রামে মূল্যস্ফীতি কিছুটা কমলেও শহরে বেড়ে ৭ দশমিক ২৮ শতাংশ হয়েছে।
বাংলাদেশ সময়: ২:২৩:০২ ২৯৯ বার পঠিত