মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৫
র্যাব পরিচয়ে দুই ব্যবসায়ীকে অপহরণের
Home Page » প্রথমপাতা » র্যাব পরিচয়ে দুই ব্যবসায়ীকে অপহরণেরবঙ্গনিউজ ডটকমঃরাজধানীর মতিঝিল থেকে র্যাব পরিচয়ে দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিলের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে মেহেদী মোবারক গাড়ির ওয়ার্কশপ থেকে সাদা পোশাকধারী সাত-আটজন নিজেদের র্যাব-৩ এর সদস্য পরিচয় দিয়ে মোমিন রহমান নামে ওই গাড়ি ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়। একই সাথে ওয়ার্কশপ থেকে মমিনের একটি প্রাইভেট কারও নিয়ে যায় তারা। এর দুই দিন আগে রাত ৮টার দিকে একই ওয়ার্কশপের অপর মালিক মোবারককে একই কায়দায় তুলে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে মোবারকের পরিবার মতিঝিল থানায় একটি জিডি করেন।
মমিনের ফুফাতো ভাই হাসান জানান, মোবারক ও মমিন রহমান পুরনো গাড়ির ব্যবসায় করেন। গত মঙ্গলবার রাতে সাত-আটজন র্যাব পরিচয় দিয়ে ওই ওয়ার্কশপ থেকে প্রথমে মোবারককে তুলে নেয় । মোবারকের পরিবার থানায় ও র্যাব অফিসে যোগাযোগ করলেও কেউ তাকে ধরে নেয়ার কথা স্বীকার করেনি। এর ঠিক দুই দিন পর একই ওয়ার্কশপ থেকে একই কায়দায় মমিনকেও তুলে নেয়া হলো। এ ব্যাপারে মোবারক ও মমিনের পরিবার র্যাব-৩ এর অফিসে যোগাযোগ করেন। কিন্তু র্যাব তাদের ধরে নেয়ার কথা অস্বীকার করে। এ ঘটনায় মতিঝিল থানায় একটি জিডি করা হয়েছে। -
বাংলাদেশ সময়: ১:৩০:৩১ ২৭৮ বার পঠিত