সোমবার, ৩ আগস্ট ২০১৫

নতুন একটি জাতীয় নির্বাচনের দাবি বিএনপির

Home Page » আজকের সকল পত্রিকা » নতুন একটি জাতীয় নির্বাচনের দাবি বিএনপির
সোমবার, ৩ আগস্ট ২০১৫



5496d8363178eee4484540310f83a49c-untitled-1.jpgবঙ্গনিউজ ডটকমঃ বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, নতুন একটি জাতীয় নির্বাচনের দাবি করছে বিএনপি।
গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন তখনই আসে, যখন একটি নির্বাচিত সরকার তার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আগেভাগে একটি নির্বাচন দেয়। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে তা স্বাভাবিক নির্বাচন ছিল না। সেটা ছিল অস্বাভাবিক নির্বাচন। তাই কোনো মধ্যবর্তী নয়, বিএনপি নতুন নির্বাচনের দাবি করছে।
আগামী নির্বাচনে না গেলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘বিএনপির প্রতি সৈয়দ আশরাফের এমন সহানুভূতির জন্য ধন্যবাদ জানাই। তবে বিএনপির ধ্বংস বা বিলুপ্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ, এই দলের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের আদর্শে জেগে থাকবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় যাবে।’ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও সরকার মেনে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:২৯   ৩৬১ বার পঠিত