সোমবার, ৩ আগস্ট ২০১৫
অস্ট্রেলিয়া সিরিজের আগে বিসিবির পরিকল্পনা
Home Page » ক্রিকেট » অস্ট্রেলিয়া সিরিজের আগে বিসিবির পরিকল্পনাবঙ্গনিউজ ডটকমঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার ঢাকা টেস্টের শেষদিনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে সিরিজ। এরপর টানা দুই মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবে দল। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সিরিজের আগে তাই নতুন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
প্রোটিয়া দল বাংলাদেশ ত্যাগ করার পর দুই মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলার বাইরে থাকবেন মাশরাফি-মুশফিকরা। অজি দল সেপ্টেম্বরের শেষদিকে বাংলাদেশে পৌঁছালেও প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আট অক্টোবর।
ওয়ানডেতে অভাবনীয় পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে টেস্টেও সাম্প্রতিক কালে মুন্সিয়ানা দেখিয়ে চলেছে। তাই ক্রিকেটারদেরকে খেলার মধ্যে রাখতেই ক্লার্কবাহীনি আসার আগের সময়টাতে অন্য কোনো দলের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বোর্ড।
এ সম্পর্কে বিসিবির এক মুখপাত্র জানান, খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এটুকু নিশ্চিত ওয়ানডে সিরিজ হবে।
তবে ঠিক কোন দলের সঙ্গে বাংলাদেশ সিরিজ খেলবে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। ওই মুখপাত্রের পক্ষ থেকে এটুকু নিশ্চিত করা হয়েছে ওয়ানডে সিরিজ হবে। - See
বাংলাদেশ সময়: ৩:১১:৫৬ ২৮৮ বার পঠিত