সোমবার, ৩ আগস্ট ২০১৫

‘আইএস নৃশংস, তবে যুক্তরাষ্ট্র আরো খারাপ’

Home Page » প্রথমপাতা » ‘আইএস নৃশংস, তবে যুক্তরাষ্ট্র আরো খারাপ’
সোমবার, ৩ আগস্ট ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃ এক ভারতীয়-আমেরিকান অধ্যাপক বলেছেন, ইরাক ও সিরিয়া সক্রিয় উগ্রপন্থী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) নৃশংস, তবে ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানে অনেক বেশি মানুষ মারার কারণে যুক্তরাষ্ট্র আরো বেশি খারাপ।

রাটগার্স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দীপা কুমার টুইটারে বলেন, ‌’হ্যাঁ, আইএসআইএস নৃশংস, তবে যুক্তরাষ্ট্র এর চেয়েও খারাপ। তারা ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানে ১৩ লাখ লোক হত্যা করেছে।পরে তিনি তার এই অভিমত সত্য বলেও ঘোষণা দেন। অনেকে তার সমালোচনাও করেন। অনেকে তাকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতেও অনুরোধ করেছে।
অনেকে বলেন, এই অধ্যাপক তার ছাত্রদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মতবাদ ছড়িয়ে দিচ্ছেন।

 

বাংলাদেশ সময়: ৩:০৬:৪৬   ২৬৫ বার পঠিত