শনিবার, ১ আগস্ট ২০১৫

ড্রোন তৈরি করল ফেসবুক

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ড্রোন তৈরি করল ফেসবুক
শনিবার, ১ আগস্ট ২০১৫



বঙ্গ নিউজ ডটকম ঃগাড়ির চেয়েও হালকা, অথচ চার মাস আকাশে উড়ে বেড়াতে সক্ষম বোয়িং-৭৩৭ তৈরির কাজ শেষ করল ফেসবুক। শুক্রবার রাতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফেসবুক প্রধান জুকারবার্গ নিজে একথা পোস্ট করে জানিয়েছেন।
বিশ্বের প্রত্যন্ত প্রান্তে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়ার লক্ষ্যে ড্রোন নির্মাণ করার ঘোষণা আগেই করেছিল ফেসবুক। অবশেষে সেই ড্রোন যার নাম বোয়িং-৭৩৭ তৈরির কাজ শেষ হলো।
আকাশ থেকে নিচের প্রত্যন্ত অঞ্চলে বিমের সাহায্যে ইন্টারনেট সংযোগ দেবে অ্যাকুইলা এয়ারক্র্যাফ্ট। মাটি থেকে ৯০ হাজার ফুট উঁচুতে উড়ন্ত অবস্থায় একে পরিচালনা করা যাবে।
সংস্থার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দাবি, ড্রোনটি এক সেকেন্ডে ১০ গিগাবাইটস স্পিডের ইন্টারনেট কানেক্টিভিটির সুবিধা দেবে। চলতি বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রোনটি পরীক্ষা করা হবে। সংস্থার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট জয় পারেখ জানিয়েছেন, ”আমাদের লক্ষ্য পৃথিবীর প্রতিটি মানুষকে একসূত্রে গেঁথে ফেলা।”
ড্রোনটি বানাতে সময় লেগেছে প্রায় ১৪ মাস। ড্রোনটির ডানার দৈর্ঘ্য ৪২ মিটার। সোলার এনার্জিতে চলবে এই ড্রোন। প্লেনটির নাম অ্যাকুইলা। internet.org প্রকল্পের অধীনে ড্রোনটি তৈরি করা হয়েছে

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪৫   ৩০৯ বার পঠিত