শনিবার, ১ আগস্ট ২০১৫

নতুন চলচ্চিত্রে মৌসুমী

Home Page » বিনোদন » নতুন চলচ্চিত্রে মৌসুমী
শনিবার, ১ আগস্ট ২০১৫



বঙ্গ নিউজ ডটকম ঃবেশ কিছু দিন বিরতির পর নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। নাম আমার বাবা। বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম কর্তৃক অনুদানপ্রাপ্ত ছবিটি পরিচালনা করবেন আশুতোষ সুজন। চলচ্চিত্রটি মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে হলেও বর্তমান সময়ের মুক্তিযুদ্ধের ভাবনাটাকে তুলে ধরা হবে। আজ ২ আগস্ট পিরোজপুরে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। মৌসুমী ছাড়া এই চলচ্চিত্রে আর কারা অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। 

নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি ভালো গল্পকে প্রাধান্য দিয়ে এসেছি। যেকোনো চলচ্চিত্র হাতে নেয়ার আগে চিন্তা করি দর্শক এখান থেকে কী শিখবে। আর আমারইবা কী দেয়ার আছে এতে। এই দু’টি বিষয়ের ফলাফল যখন প্রাপ্তির দিকে হেলে পড়ে তখনই কাজ করতে সম্মতি জানাই।’ মৌসুমী বলেন, ‘আমার বাবা ছবির গল্পটি ব্যতিক্রম মনে হয়েছে। কারণ এ পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক অনেক চলচ্চিত্র নির্মাণ হয়েছে আমাদের দেশে। তবে তখনকার সময়ের সাথে এই প্রজন্মের ভাবনা নিয়ে কোনো কাজ হয়নি। তাই আশা করব এই ছবিটি দেখে দর্শক অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন।’


আশুতোষ সুজন বলেন, ‘আমার বাবা নির্মাণের ভাবনা অনেক আগের। নানা ঝামেলার কারণে ছবির কাজ শুরু হয়নি এত দিন।’ তিনি বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র, তাই ভেবেচিন্তে কাজটা শুরু করছি। মৌসুমীর বৃষ্টিতে ভেজার একটি দৃশ্যধারণ করার মধ্য দিয়ে এই ছবির শুটিংয়ের যাত্রা শুরু করব।’
বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম চলচ্চিত্র নির্মাণের জন্য গত ১ মার্চ পাঁচজন তরুণ নির্মাতাকে অনুদান দেয়। 
১২৫ জন নির্মাতার গল্প থেকে আশুতোষ সুজনের ‘অপেক্ষা’ গল্পটি নির্বাচন করা হয়েছে। পরে চলচ্চিত্রটির নাম পরিবর্তন করে ‘আমার বাবা’ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩০:১০   ২৮৭ বার পঠিত