শনিবার, ১ আগস্ট ২০১৫
”নতুন নাগরিকত্ব নিয়ে জান তো বাঁচবে”
Home Page » জাতীয় » ”নতুন নাগরিকত্ব নিয়ে জান তো বাঁচবে”বঙ্গ নিউজ ডটকম ঃবাংলাদেশ ও ভারতের ভূখণ্ডের মধ্যে পরস্পরের ছিটমহলগুলোর আনুষ্ঠানিক বিনিময় হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে।
ভারতের ভেতর ৫১টি বাংলাদেশি ছিটমহল ও বাংলাদেশের ভেতর ১১১টি ভারতীয় ছিটমহল বিনিময় হয়। এর ফলে বাংলাদেশের ভেতর থাকা ছিটমহলবাসীরা পাচ্ছেন বাংলাদেশের নাগরিকত্ব আর ভারতের ভেতর থাকা ছিটমহলবাসীরা পাচ্ছেন ভারতের নাগরিকত্ব।
১৬২টি ছিটমহলের বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।
বাংলাদেশের ভেতর ভারতীয় ছিটমহলগুলো থেকে ৯৭৯ জন ভারতে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
কিন্তু অনেকের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ সহজ ছিল না। যেমন দাসিয়ারছড়ার মোহাম্মদ মোজাম্মেল খন্দকার। যিনি মা ছাড়া পরিবারের সব সদস্যকে নিয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মোজাম্মেল সাত ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভারতে যাচ্ছেন। কিন্তু তার মা যেতে চাচ্ছেন না। তার জন্ম এখানেই, জীবনের বাকিটা সময় তিনি এখানেই কাটাতে চান।
কান্নাজড়িত কণ্ঠে মোজাম্মেল বলেন, আমাকে বাঁচতে হবে। এখানে কোনো কাজ নাই। বেঁচে থাকা জরুরি, জান বাঁচানো জরুরি। এজন্য মা-বাবা….অনেক সময় নিজের জান বাঁচানোর জন্য ত্যাগ করতে হয়।
তিনি বলেন, ভারত সরকার কি দেবে কি দেবে না জানি না। এতোদিন আমরা কোনো দেশেরই নাগরিক ছিলাম না। বুক ফুলিয়ে কোনো কথা বলতে পারি নাই। এখন নাগরিকত্ব পেয়েছি, দিন মজুরি করি, চুরি করি, ডাকাতি করি যা-ই করি জান তো বাঁচানো যাবে।
বাংলাদেশ সময়: ১৮:২৬:০০ ২৫০ বার পঠিত