শনিবার, ১ আগস্ট ২০১৫

দুই যুগ পর চাঁদনী

Home Page » বিনোদন » দুই যুগ পর চাঁদনী
শনিবার, ১ আগস্ট ২০১৫



বঙ্গ নিউজ ডটকম ঃ১৯৯১ সালের অক্টোবর মাসে প্রয়াত বরেণ্য পরিচালক এহ্তেশাম পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন ‘নাঈম-শাবনাজ’। চলচ্চিত্রটি সেই সময় ব্যাপক ব্যবসা সফল হয়। জুটি হিসেবেও এরপর বহু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন নাঈম-শাবনাজ। মূলত এহ্তেশাম ১৯৬৭ সালে নাদিম-শাবানাকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘চকোরী’। ‘চকোরী’র নির্মাণের দুই যুগ পর এহ্তেশাম নির্মাণ করেছিলেন ‘চাঁদনী’।
এবার ‘চাঁদনী’ নির্মাণের দুই যুগ পর চিত্রনায়ক নাঈম নিজেই নির্মাণ করতে যাচ্ছেন ‘চাঁদনী’। এ ব্যাপারে বিষয়টি নিশ্চিত করে নাঈম বলেন, ‘১৯৯১ সালের চাঁদনীর প্রেক্ষাপটে নতুন চাঁদনী নির্মিত হবে না। সময়োপযোগী গল্প নিয়েই ১৯৯১ সালের চাঁদনী’র আধুনিক রূপ দিয়ে চাঁদনী নির্মিত হবে। এর গল্পের বিন্যাস, চিত্রনাট্য ও নির্দেশনা আমারই থাকবে। তবে চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করবে এক জোড়া নতুন মুখ। যাদের খোঁজার পালা শুরু হবে আজ থেকে। অভিনয় জানা শিক্ষিত স্মার্ট ছেলেমেয়েরা আমাদের ই-মেইলে যোগোযোগ করতে পারেন। সেখান থেকে চূড়ান্ত বাছাইয়ের পর চলচ্চিত্রটির প্রধান চরিত্র নির্বাচন করা হবে।’ নাঈম জানান, যদি এর মধ্যে যোগ্য নতুন এক জোড়া মুখ পাওয়া যায় তবে আসছে অক্টোবর মাস থেকেই ‘চাঁদনী’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। নাঈম জানান, তার নির্দেশনায় নির্মিত ‘চাঁদনী’তে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করবেন তবে শাবনাজ অভিনয় করবেন কি না সেটি নিশ্চিত নয় এখনো। নাঈম নির্দেশিত ‘চাঁদনী’ চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহীদের tomakechaibangladesh@gmail.com এ ঠিকানায় বায়োডাটাসহ পাঁচ কপি বিভিন্ন আঙ্গিকের ছবি ই-মেইল করতে বিশেষভাবে অনুরোধ করেছেন নাঈম। রিমেক ‘চাঁদনী’ প্রযোজনা করবেন নাঈম নিজেই। এ দিকে ‘নাঈম-শাবনাজ’ দীর্ঘ দিন চলচ্চিত্রে অভিনয় থেকে বিরত আছেন। এ জুটি অভিনীত বহু দর্শকপ্রিয় ছবি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোনিয়া, জিদ, লাভ, দিল প্রভৃতি। 
এ দিকে দর্শকপ্রিয় এ জুটিকে সর্বশেষ গত ঈদে মাছরাঙ্গা টিভির একটি অনুষ্ঠানে দেখা যায়। সুখী দম্পতি নাঈম-শাবনাজ দুই কন্যাসন্তানের মা-বাবা

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৬   ৩৭৯ বার পঠিত