শনিবার, ১ আগস্ট ২০১৫

অস্ট্রিয়ার জনাকীর্ণ শিবিরে আর শরণার্থী নেয়া হবে না

Home Page » বিশ্ব » অস্ট্রিয়ার জনাকীর্ণ শিবিরে আর শরণার্থী নেয়া হবে না
শনিবার, ১ আগস্ট ২০১৫



বঙ্গ নিউজ ডটকম ঃঅস্ট্রিয়ার প্রধান শরণার্থী প্রক্রিয়াকরণ কেন্দ্রের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন যে, তারা তাদের অত্যাধিক জনাকীর্ণ শরণার্থী শিবিরে নতুন কোনো শরণার্থীকে আশ্রয় দেবে না। 

জাতিসংঘ এই শরণার্থী শিবিরের অবস্থা ‘বিপজ্জনক ও মানবেতর’ বলে বর্ণনা করার পর এ সিদ্ধান্তের কথা জানানো হলো। 
আঞ্চলিক গভর্নর আরউইন প্রোয়েল বলেন, ভিয়েনার ২০ কিলোমিটার দক্ষিণে ত্রেইস্কিরচেনে অবস্থিত এ শরণার্থী কেন্দ্র আগামী বুধবার থেকে আর নতুন কোনো অভিবাসী গ্রহণ করবে না। 
১৮শ’ লোক ধারণ ক্ষমতার এ শরণার্থী শিবিরে বর্তমানে ৪৫ হাজার শরণার্থী রয়েছে। যাদের প্রায় অর্ধেকের বিছানা নেই।
প্রোয়েল সংবাদ মাধ্যমকে বলেন, কর্তৃপক্ষ ত্রেইস্কিরচেন শিবিরে আরো শরণার্থীর ভিড় এড়াতে এই সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করছে। 
তিনি বলেন, সম্ভাব্য মহামারীর ঝুঁকি নিরুপণে বহু নিবন্ধিত শরণার্থী একটি স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হতে ব্যর্থ হওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন। 
তিনি বলেন, শরণার্থী শিবিরের বাসিন্দাদের সাধারণ স্বাস্থ্যের যথার্থ অবস্থা নিরুপণ করা সম্ভব হয়নি যা চিকিৎসার দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ। 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধি ক্রিস্টোফার পিন্টার সম্প্রতি এই শিবির পরিদর্শন করে এখানকার অবস্থা ‘অগ্রহণীয় বিপজ্জনক ও মানবেতর’ বলে বর্ণনা করেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির কয়েকদিনের মধ্যে শিবিরটি পরিদর্শন করার কথা রয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৮:১১:৩২   ৩২৭ বার পঠিত