শনিবার, ১ আগস্ট ২০১৫

বান্দরবানের লামা পানির নিচে

Home Page » আজকের সকল পত্রিকা » বান্দরবানের লামা পানির নিচে
শনিবার, ১ আগস্ট ২০১৫



lama.jpg  বঙ্গনিউজ ডটকমঃ বান্দরবানের লামা উপজেলা সদরে পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পাহাড়ি ঢলে ও নদীর পানি বেড়ে যাওয়ায় লামা উপজেলা সদরের বেশির ভাগ এলাকা তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে।

নিহত চারজন হলেন আমেনা বেগম (৩৪), রোজিনা আক্তার (৩৫, সাজ্জাদ (৫) ও টুকু (১০)। পুলিশের তথ্যমতে, ভোরে তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরাফাত (১৬) নামে এক কিশোর আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল এলাকার বরিশাল পাড়ায় হঠাৎ তিনটি বাড়িতে পাহাড় থেকে মাটি ধসে পড়ে। সেখানে ঘুমন্ত অবস্থায় দুই শিশু ও দুই নারী মাটিচাপা পড়ে মারা যান। আরাফাত (১৬) নামের আরেক কিশোরকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসানের ভাষ্য, সারা রাত তিনটি বাড়ির ওপর ধসে পড়া পাহাড়ের মাটি সরিয়ে ভোরের দিকে একজনকে আহত ও চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি বলেন, লামা থানা, উপজেলা পরিষদ, হাসপাতালসহ সবকিছু পানিতে তলিয়ে রয়েছে। পুলিশ, প্রশাসন ও চিকিৎসকসহ সবাই বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

লামা হাসপাতাল এলাকার বাসিন্দা খগেশ প্রতি চন্দ্রের ভাষ্য, গতকাল রাত পর্যন্ত লামা উপজেলা সদরে কোনো পানি ছিল না। রাত ১০টা থেকে ১১টার মধ্যে হঠাৎ পাহাড়ি ঢলের পানি এসে উপজেলা শহরটি ডুবে যায়। মানুষ ঘুম থেকে উঠে কেউ দোতলা বাড়িতে ও কেউ পাহাড়ে গিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৩:২৭   ৪৬২ বার পঠিত