শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
এমএলএসে ‘চমৎকার চ্যালেঞ্জ’ উপভোগ করছেন দ্রগবা
Home Page » খেলা » এমএলএসে ‘চমৎকার চ্যালেঞ্জ’ উপভোগ করছেন দ্রগবাবঙ্গনিউজ ডটকমঃদুনিয়া কাপানো ফুটবল তারকা আইভরিকোস্টের দিদিয়ের দ্রগবা বলেছেন মেজর সকার লীগের (এমএলএস) ‘চমৎকার চ্যালেঞ্জ’ উপভোগ করে ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। বৃহস্পতিবার কানাডার মন্ট্রিলে শতশত ফুটবল অনুরাগীদের সামনে মেজর সকার লীগে অভিষেক ঘটে দ্রগবার।
সপ্তাহের শুরুতে এমএলএসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ইংলিশ ক্লাব চেলসির সদ্য সাবেক হওয়া এ তারকা মন্ট্রিলের সাপুটো স্টেডিয়ামে কানাডার ভক্তদের সামনে কথা বলেন।
দ্রগবা বলেন, ‘আমি এমন এক ব্যক্তি যে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এখানেও এরকম চমৎকার চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’
এসময় ইম্পেক্ট এর সভাপতি জোয়ে সাপুটোও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দারুণ একটি সময়ে দ্রগবা এখানে এসে পৌছেছেন। এটি ইম্পেক্ট, মন্ট্রিল শহর এবং এমএলএসের জন্য চমৎকার একটি মুহুর্ত। তিনি এখানে এসে ক্যরিয়ার গড়ার সিদ্ধান্ত নেয়ায় আমি গর্ববোধ করছি। তার এই আগমন মাঠের বাইরে এবং ভেতরের সবার জন্যই লাভজনক। আমি শুধু এটি বলব যে আমাদের তরফ থেকে কোন চাপ নেই।’
এসময় সমর্থকের অভিবাদনের জবাব দিতে দিতে দ্রগবা বলেন, ‘সভাপতির এই বক্তব্য আমাকে মুগ্ধ করেছে। তার কথায় মুগ্ধ হয়েই দুইবার আফ্রিকার বর্ষসেরা ফুটবরারের খেতাব পাওয়া দ্রগবা মন্ট্রিলে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে বলেন, সভাপতির বক্তব্য খুবই সাদাসিদে তবে প্রেরনাদায়ক।’
এর আগে বুধবার বিমান বন্দরে অবতরণের পর যে অভ্যর্থনা তাকে দেয়া হয়েছে এতেও বিষ্ময় প্রকাশ করেন দ্রগবা। বলেন, ‘আমি এতটা প্রত্যাশা করিনি।’ সতীর্থ খেলোয়াড়রাও যে সমর্থকদের মত তার জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করবে সেটি তিনি আশাই করেননি বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৭ ২৮১ বার পঠিত