শুক্রবার, ৩১ জুলাই ২০১৫

এক টেস্টেই জনসনের ডাবল রেকর্ড

Home Page » ক্রিকেট » এক টেস্টেই জনসনের ডাবল রেকর্ড
শুক্রবার, ৩১ জুলাই ২০১৫



বঙ্গনিউজ ডটকমঃবার্মিংহামে এ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে লড়ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর এই টেস্টেই ডাবল রেকর্ডের স্বাদ নিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও বিশ্বের ১২তম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ২ হাজার রান ও ৩শ’ উইকেট শিকারের মালিক হলেন জনসন। 
৬৮ টেস্টে ১৯৯৯ রান ও ২৯৯ উইকেট নিয়ে বার্মিংহামে টেস্ট খেলতে নামেন জনসন। ফলে দু’টি রেকর্ড একই সাথে স্বাদ নেয়ার সুর্বন সুযোগ তৈরি হয় তার সামনে। সেই সুযোগ ভালোভাবেই লুফে নিয়েছেন জনসন। ব্যাট হাতে ২ হাজার রানের কোঠা স্পর্শ তো করেছেনই, সেই সাথে বল হাতে ৩শ’ উইকেট শিকারের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। ফলে শেন ওয়ার্নের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ফরম্যাটে ২ হাজার রান ও ৩শ’ উইকেট শিকারের রেকর্ড গড়লেন জনসন। আর এমন কীর্তি গড়ে বিশ্বের ১২তম খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন জনসন। 
টেস্টে ২ হাজার রান ও ৩শ’ উইকেট নেয়া খেলোয়াড়রা :
খেলোয়াড় ম্যাচ রান উইকেট
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ১৪৫ ৩১৫৪ ৭০৮
অনিল কুম্বলে (ভারত) ১৩২ ২৫০৬ ৬১৯
কপিল দেব (ভারত) ১৩১ ৫২৪৮ ৪৩৪
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) ১১৩ ৪৫৩১ ৩৬২
চামিন্দা ভাস (শ্রীলংকা) ১১১ ৩০৮৯ ৩৫৫
শন পোলক (দক্ষিণ আফ্রিকা) ১০৮ ৩৭৮১ ৪২১
ওয়াসিম আকরাম (পাকিস্তান) ১০৪ ২৮৯৮ ৪১৪
ইয়ান বোথাম (ইংল্যান্ড) ১০২ ৫২০০ ৩৮৩
হরভজন সিং (ভারত) ১০২ ২২০৯ ৪১৬
ইমরান খান (পাকিস্তান) ৮৮ ৩৮০৭ ৩৬২
স্যার রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) ৮৬ ৩১২৪ ৪৩১
মিচেল জনসন (অস্ট্রেলিয়া) ৬৯ ২০১৬ ৩০১

বাংলাদেশ সময়: ২০:৩৮:০৭   ২৯৪ বার পঠিত