শনিবার, ২৫ মে ২০১৩
সূচকে পতন
Home Page » অর্থ ও বানিজ্য » সূচকে পতনবঙ্গ-নিউজ ডটকমঃ অর্থনৈতিক রিপোর্টার: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও লেনদেনে বড় পতন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩১৩ কোটি ২ লাখ টাকা। আর সূচক কমেছে ৭৩ পয়েন্ট। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০.৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৪ পয়েন্ট বাড়ে। লেনদেন শেষে ডিএসই সূচক ৭৩ কমে অবস্থান করে ৩৯৭৪ পয়েন্টে। অন্যদিকে সিএসই সূচক ওঠানামা প্রবণতায় লেনদেন শুরু হলেও লেনদেন শেষে সাধারণ সূচক ১৬৬ পয়েন্ট কমে অবস্থান করে ৭৪১৪ পয়েন্টে।
দিনশেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেনের ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ওরিয়ন ফার্মা, ইউনাইটেড এয়ার, পূবালী ব্যাংক, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, আমরা টেকনোলজি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস এবং কেপিসিএল।
বাংলাদেশ সময়: ১৭:০৬:৪৮ ৫০৩ বার পঠিত